██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

রুদ্ধশ্বাস জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ যুবদল

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস জয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।

রুদ্ধশ্বাস জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ যুবদল
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-07-09T17:57:36+06:00

আপডেট হয়েছে - 2023-07-09T18:39:01+06:00

আগে ব্যাট করে শিহাব জেমসের দুর্দান্ত অর্ধশতকের সুবাদে ৫০ ওভারে ২৬৮ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এই রান তাড়া করতে নেমে ২৫৪ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দল।

Image


খুলনায় টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। উদ্বোধনী জুটিতে ৬০ রান যোগ করেন আদিল বিন সিদ্দিক ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ানকে বোল্ড করে এই জুটি ভাঙেন লিয়াম এল্ডার। রিজওয়ান করেন ৩৭ বলে ২৩ রান। উইকেটরক্ষক আশিকুর রহমান শিবলি ৩২ বলে মাত্র ১৪ রান করে বিদায় নিলে ৮১ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

তৃতীয় উইকেটে আরিফুল ইসলামের সাথে ৪০ রানের জুটি গড়ে বিদায় নেন ওপেনার আদিল। আদিলের ব্যাট থেকে আসে ৫৩ বলে ৪১ রান। পরের ওভারেই আউট হন অধিনায়ক আহরার আমিন পাইন। তিনি রানের খাতা খুলতে পারেননি।

পঞ্চম উইকেটে ৫৬ রানের জুটি গড়েন আরিফুল ও শিহাব। অর্ধশতকের দ্বারপ্রান্তে এসে আউট হন আরিফুল। করেন ৬০ বলে ৪৮ রান। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও দুইটি ছক্কা। আরিফুল না পারলেও শিহাব ঠিকই অর্ধশতক হাঁকান।

ষষ্ঠ উইকেটে আসে ইনিংসের সবচেয়ে বড় ৬৫ রানের জুটি। এই জুটি গড়েন শিহাব ও জাকারিয়া ইসলাম শান্ত। দারুণ ব্যাটিং করতে থাকা শিহাবকে শিকার করে এই জুটি থামান প্রথম ম্যাচের ম্যাচসেরা খেলোয়াড় কোয়ানা মাফাকা। বিদায় নেওয়ার আগে শিহাব করেন ৭১ বলে ৬৯ রান। তার ব্যাট থেকে আসে ছয়টি চার ও একটি ছক্কা।

শেষ দিকে ক্যামিও ইনিংস খেলেন মাহফুজুর রাব্বি। করেন ১২ বলে ২৭ রান। হাঁকান একটি চার ও তিনটি ছক্কা। রাব্বির এই ইনিংসটিই মূলত দুই দলের ব্যবধান তৈরি করে দিয়েছে। শান্ত অপরাজেয় থাকেন ৩৩ বলে ২৮ রানে।

নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল সাতটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৬৮ রান।

এই রান তাড়া করতে নেমে ১৬ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দল। ৫১ রানে প্রোটিয়াদের দ্বিতীয় উইকেট শিকার করেন রাফিউজ্জামান রাফি। তৃতীয় উইকেটে সফরকারীদের ৪৭ রানের জুটি ভাঙেন আরিফুল। ১০৭ রানে জুয়ান জেমসকে বোল্ড করে প্রোটিয়াদের চতুর্থ উইকেটটিও নেন রাফি।

পঞ্চম উইকেটে ৫০ রানের জুটি পায় দক্ষিণ আফ্রিকা। এবার ব্রেকথ্রু এনে দেন অধিনায়ক আহরার। তারপর থেকে আবারো নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকানরা। তবে রান ঠিকই তুলছিল তারা।

শেষ ১২ বলে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ২০ রান। তবে ৪৯ ওভারেই অলআউট হয়ে যান প্রোটিয়ারা। ৪৭, ৪৮ ও ৪৯- টানা তিন ওভারে তিনটি উইকেট হারায় সফরকারীরা।

ফলে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে ছয় বল হাতে রেখেই ১৪ রানের জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচটি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজে এখন ১-১ সমতা।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.