Scores

সাকিবের একটি কথাই শক্তি জুগিয়েছিল রুবেলকে

বিশ্বকাপে তো বটেই, পুরো ক্রিকেট ইতিহাসেই বাংলাদেশের অন্যতম সেরা জয় ধরা হয় ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড-বধকে। সেই ম্যাচের নায়ক ছিলেন রুবেল হোসেন। দফায় দফায় ম্যাচ বের নেওয়া ইংলিশরা শেষপর্যন্ত রুবেলের কাছে ধরাশায়ী হয়ে পরাজয় বরণ করে।

সাকিবের একটি কথাই শক্তি জুগিয়েছিল রুবেলকে

ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকেই ছিটকে দেয় ঐ পরাজয়, আর বাংলাদেশ পায় শেষ আটের টিকিট। স্লগ ওভারে বল হাতে নিয়ে অনেকবারই পরাজয়ের সাক্ষী হয়েছেন রুবেল। তবে ঐ ম্যাচে তার হাতেই বল তুলে দেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ সময় সাকিব আল হাসানের একটি কথা বাড়তি সাহস ও শক্তি জুগিয়েছিল রুবেলকে।

Also Read - লাইভ শো-তে করোনা আক্রান্ত চিকিৎসকের 'ধন্যবাদ', শ্রদ্ধায় নত তামিম


শুক্রবার (৮ মে) বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও আরেক পেসার তাসকিন আহমেদের সাথে লাইভ আলাপচারিতায় রুবেল শোনান অ্যাডিলেডের ঐতিহাসিক ম্যাচটির গল্প।

তিনি বলেন, ‘ভাবছিলাম, চোখে লাগার মত পারফরম্যান্স করতে হবে- যেটা মানুষ সবসময় মনে রাখবে। সামনে চলে আসলো অ্যাডিলেড। আমার জীবনে ঐ পারফরম্যান্সটা খুব স্মরণীয়। ঐ ম্যাচে ভালো খেলার আপ্রাণ চেষ্টা করেছি। আমার ভেতর অন্যরকম জেদ কাজ করছিল- আমাকে পারফর্ম করতেই হবে। প্রথম দিকে যখন বোলিং করছিলাম, উইকেট পাচ্ছিলাম, তখনই বুঝেছিলাম দিনটি আমার, আমাকে ভালো কিছু করতেই হবে।’


দেশকে জেতানোর যে মোক্ষম সুযোগ এসেছিল রুবেলের সামনে, সাকিব তাই স্মরণ করিয়ে দিয়েছিলেন রুবেলকে। আর ব্যাপারটি তখন টনিকের মত কাজ করেছিল।

রুবেল বলেন, ‘যখন নাটকীয় মুহূর্ত এল, আমাকে অধিনায়ক যখন বল তুলে দেন তখন সাকিব ভাইর একটা কথা শক্তিদায়ক মনে হয়েছে। তিনি বলেছিলেন- রুবেল, সারা বিশ্বের মানুষ তোর দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের জন্য, অন্তত নিজের জন্য কিছু একটা কর। এই জিনিসটা অনেক স্পৃহা জুগিয়েছিল। অন্যরকম স্পিরিট কাজ করছিল। শুকরিয়া জানাই, সফল হয়েছি।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাকিবই বিশ্বের এক নম্বর স্পিনার : রফিক

সিরিজ সেরার পুরস্কার সবাইকে ভাগ করে দিতেন রফিক

ধারাবাহিক অনুশীলনেই মিলবে পুরনো ছন্দ, বলছেন নাঈম

সমর্থন আর ভালোবাসাই অনুপ্রেরণা যুগিয়েছে : সাকিব

শ্রীলঙ্কা সফরের আগে আবাসিক ক্যাম্প টাইগারদের