
মোশাররফ রুবেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। বাংলাদেশি এই ক্রিকেট তারকার মৃত্যুর ছায়া পৌঁছে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ পর্যন্তও।

মাত্র ৪০ বছর বয়সে পরিবার, প্রিয়জন, সতীর্থদের ছেড়ে ওপারে পাড়ি জমিয়েছেন সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে খেলা এই তারকা ঘরোয়া ক্রিকেটে ছিলেন কিংবদন্তিতুল্য পারফর্মার। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সাথে লড়াই করার পর হার মেনেছেন জীবন যুদ্ধে।
মোশাররফ রুবেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। সেই সাথে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে পাকিস্তান সুপার লিগের জনপ্রিয় দল পেশোয়ার জালমি।
Mosharraf Rubel is no more 💔
May Allah grant him jannah#WeMourn #MosharrafRubel pic.twitter.com/r0yT77iNfy
— bdcrictime.com (@BDCricTime) April 19, 2022
আইপিএলের দুইবারের শিরোপাজয়ী দল কলকাতা নাইট রাইডার্স সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় উল্লেখ করেছে, ‘বাংলাদেশের সাবেক স্পিনার মোশাররফ হোসেনের অকাল মৃত্যুতে হৃদয়ের গভীর থেকে শোক জানাচ্ছি। দোয়া করি সে যেন শান্তিতে থাকে।’
Our heart goes out to Mosharraf Hossain’s family and Bangladesh cricket as they mourn his demise. 💔
May his soul RIP. pic.twitter.com/fVj2ZnZytv
— Rajasthan Royals (@rajasthanroyals) April 20, 2022
আইপিএলের আরেক জনপ্রিয় দল রাজস্থান রয়্যালস ব্যথিত রুবেলের মৃত্যুতে। দলটি লিখেছে, ‘মোশাররফ হোসেনের মৃত্যুতে আমরা শোক জানাই। তার পরিবার ও বাংলাদেশের ক্রিকেটের প্রতি আমাদের সমবেদনা।’
পিএসএলের সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘ব্রেন টিউমারের সাথে লড়াই করে মৃত্যুবরণ করা বাংলাদেশি স্পিনার মোশাররফ রুবেলের প্রতি আমাদের শোক ও পরিবারের প্রতি সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করছি।’
Our profound sympathies and condolences to 🇧🇩 Spinner Mosharraf Hossain Rubel who has passed away aged 40 battling brain cancer.
May his soul rest in peace!
Mosharraf Hossain Rubel
1981-2022 pic.twitter.com/9PCElHat45— Peshawar Zalmi (@PeshawarZalmi) April 20, 2022
রুবেলের সাবেক দল, বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সও শোক জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা লিখেছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাবেক ক্রিকেটারের অকাল মৃত্যুতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবার গভীর শোকাহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।