Scores

রুবেল ইস্যুতে ধোঁয়াশাই রাখলেন ওয়ালশ

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ২০১৯ এর আসরে এখনো একটি ম্যাচেও বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামেননি ফাস্ট বোলার রুবেল হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কী সুযোগ মিলবে রুবেলের? সেটি গোপনই রাখতে চাইলেন বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। রুবেলের দলে থাকা-না থাকার ব্যাপারটি ছেড়ে দিলেন নির্বাচকদের উপরেই ছেড়ে দিয়েছেন তিনি।

এবারের বিশ্বকাপ দলে মুস্তাফিজের পর পেসার বলতে রুবেল হোসেনই। তবে গতি তোলার ক্ষেত্রে এগিয়ে থাকবেন রুবেলই। গত বিশ্বকাপেও বাংলাদেশ দলকে কোয়াটার ফাইনালে তুলেছেন রুবেল। অথচ এ বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচেও একাদশে সুযোগ মেলেনি এই ফাস্ট বোলারের! তাই প্রশ্ন উঠেছে নিজেদের পরবর্তী ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কী সুযোগ মিলবে রুবেলের?

Also Read - ক্যারিবীয়দের পাত্তাই দিল না ইংল্যান্ড


অবশ্য এই ইস্যুতে কিছুই বলতে চাইলেন বাংলাদেশ দলের বোলিং কোচ ওয়ালশ। রুবেলের থাকার বিষয়টি নির্বাচকদের হাতেই তুলে দিয়েছেন তিনি। এছাড়াও একাদশে রুবেলের সুযোগ না পাওয়ার ব্যাপারটি দলের কম্বিনেশনের কারণে সেটিও জানালেন তিনি।

“রুবেলকে নিয়ে প্রশ্নটা নির্বাচকদের করাই ভাল। গত বছরটি তার দারুন কেটেছে। এ বছরও সে দারুন বল করেছে। তবে দলের কম্বিনেশনের কারণে একাদশে সুযোগ পাচ্ছে না। আমি তার ভাল একটা সুযোগের প্রত্যাশা করছি। এখনো বেশ ক’টা ম্যাচ আছে। তাই যখন নির্বাচকরা তার প্রয়োজন মনে করবে, তখনই সে খেলবে। তার জন্য সে প্রস্তুত আছে। সে নেটে ভাল বল করছে। তাই একটা বাংলাদেশের ক্রিকেটের জন্য মঙ্গল। যখনই সুযোগ পাবে, তখনই সে তা কাজে লাগাবে।”

বাংলাদেশের পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টন্টনে। সেখানকার উইকেট বিবেচনায় একজন স্পিনার কম নিয়ে খেলার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। হয়ত ঐ ম্যাচে নিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন রুবেল।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ ও মুস্তাফিজুর রহমান

সেদিন স্নায়ুচাপ সামলাতে ‘সিগারেট বিরতি’ নেন স্টোকস

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’