Scores

রেকর্ড গড়া রেটিং নিয়ে র‍্যাংকিংয়ে প্রবেশ কনওয়ের

অভিষেকে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দারুণভাবে টেস্ট র‍্যাংকিংয়ে প্রবেশ ঘটল কিউই ব্যাটসম্যান ডেভন কনওয়ের। মাত্র একটি টেস্ট খেলেই টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষ একশতে জায়গা করে নিয়েছেন তিনি। 

রেকর্ড গড়া রেটিং নিয়ে র‍্যাংকিংয়ে প্রবেশ কনওয়ের

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন কনওয়ে। তার ব্যাটে ভর করে নিউজিল্যান্ড দাপট দেখিয়ে ম্যাচ ড্র করে। ২০০ রানের সেই ইনিংসে অভিষেকে সবচেয়ে বেশি রেটিং পাওয়া কিউই ব্যাটসম্যান বনে গেছেন তিনি।

Also Read - ছিটকে গেলেন উইলিয়ামসন, কিউইদের নেতৃত্বে ল্যাথাম


আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে কনওয়ের অবস্থান ৭৭তম। তার রেটিং পয়েন্ট ৪৪৭। এক ম্যাচ খেলে নিউজিল্যান্ডের আর কোনো ব্যাটসম্যানই এত রেটিং পয়েন্ট অর্জন করেননি। এছাড়া ১৪৪ বছরে এটিই এক ম্যাচ খেলে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জনের কীর্তি।

ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে পরিবর্তন এসেছে মাত্র একটি। হেনরি নিকোলসকে আটে ঠেলে সপ্তম স্থানে উঠে এসেছেন রোহিত শর্মা। বোলারদের র‍্যাংকিংয়ে টিম সাউদি তৃতীয় ও জশ হ্যাজলউড চতুর্থ স্থানে উঠে এসেছেন। এক ধাপ করে অবনমন ঘটেছে নেইল ওয়াগনার ও জেমস অ্যান্ডারসনের।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে দুইয়ে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা। এতে বেন স্টোকসকে চলে যেতে হয়েছে তৃতীয় স্থানে। পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

একনজরে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ দশ

  • ব্যাটসম্যান
অবস্থাননামরেটিং
১মকেন উইলিয়ামসন৮৯৫
২য়স্টিভ স্মিথ৮৯১
৩য়মার্নাস লাবুশেন৮৭৮
৪র্থজো রুট৮৩৬
৫মবিরাট কোহলি৮১৪
৬ষ্ঠরিশভ পান্ট৭৪৭
৬ষ্ঠরোহিত শর্মা৭৪৭
৮মহেনরি নিকোলস৭৪৪
৯মডেভিড ওয়ার্নার৭২৪
১০মবাবর আজম৭১৪

 

  • বোলার 
অবস্থাননামরেটিং
১মপ্যাট কামিন্স৯০৮
২য়রবিচন্দ্রন অশ্বিন৮৫০
৩য়টিম সাউদি৮৩৮
৪র্থজশ হ্যাজলউড৮১৬
৪র্থনেইল ওয়াগনার৮১৬
৬ষ্ঠজেমস অ্যান্ডারসন৮০৩
৭মস্টুয়ার্ট ব্রড৭৬৮
৮মজেসন হোল্ডার৭৫৫
৯মকাগিসো রাবাদা৭৫৩
১০মমিচেল স্টার্ক৭৪৪

 

  • অলরাউন্ডার 
অবস্থাননামরেটিং
১মজেসন হোল্ডার৪২৩
২য়রবীন্দ্র জাদেজা৩৮৬
৩য়বেন স্টোকস৩৮৫
৪র্থরবিচন্দ্রন অশ্বিন৩৫৩
৫মসাকিব আল হাসান৩৩৮
৬ষ্ঠকাইল জেমিসন২৮১
৭মমিচেল স্টার্ক২৭৫
৮ম প্যাট কামিন্স২৪৯
কলিন ডি গ্র্যান্ডহোম২৪৮
১০মক্রিস ওকস২৩৪

 

Related Articles

ওয়ানডে র‍্যাংকিংয়ে রিয়াদ, মোসাদ্দেক, তাসকিনের উন্নতি

কখনও ভাবিনি দুই নম্বরে আসব : মিরাজ

ওয়ানডেতে ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে মুশফিক

ওয়ানডে র‍্যাংকিংয়ে দ্বিতীয় মিরাজ, শীর্ষ দশে মুস্তাফিজ

শীর্ষস্থানের দখলে ভারত, পয়েন্ট খোয়াল বাংলাদেশ