
জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে ৯ উইকেটের হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে উইকেটের ব্যবধানে সবচেয়ে বড় তুলে নেওয়ার পাশাপাশি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বুলাওয়ের কুইন স্পোর্টস ক্লাবে টস হেরে আগে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। ম্যাচের প্রথম বলেই উইকেট শিকার করেন জাহানারা। পরের ওভারেই উইকেট পান সালমা। এভাবেই নিয়মিত বিরতিতে জিম্বাবুয়ের উইকেট শিকার করতে থাকে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে দল স্বাগতিকরা অলআউট হয় ১২১ রানে।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন নাইশা গুয়ানজুরা। মডেস্টার মুপাচিকওয়ার ব্যাট থেকে আসে ৩৩ রান। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ৩ উইকেট এবং জাহানারা আলম ও সালমা খাতুন ২টি উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান রিতু মনি ও ফাহিমা খাতুন।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন শারমিন আক্তার। ১৫ বলে ৮ রান করেন তিনি। তবে আর কোনো বিপদ ঘটতে দেননি মুরশিদা খাতুন ও ফারজানা হক। ৯ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তারা। মুরশিদা ৬৫ বলে ৫১ রান ও ফারজানা ৬৮ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন।
ওয়ানডে ক্রিকেটে উইকেটের ব্যবধানে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জয়। রেকর্ডগড়া এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করল বাঘিনীরা।
সংক্ষিপ্ত স্কোর
টস জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে নারী দল ১২১/১০ (৪৬.৪ ওভার)
গুয়ানজুরা ৩৫, মুপাচিকওয়া ৩৩;
নাহিদা ৩/৩০, সালমা ২/২১, জাহানারা ২/২২, ফাহিমা ১/১৬, রিতু ১/১৯।
বাংলাদেশ নারী দল ১২৫/১ (২৪.৩ ওভার)
ফারজানা ৫৩*, মুরশিদা ৫১*;
এস্থার ১/৩০।
বাংলাদেশ নারী দল ৯ উইকেটে জয়ী।