Scores

রেকর্ড গড়ে ‘৪০০’ উইকেটের মাইলফলকে অশ্বিন

চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৪০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে আলোচিত গোলাপি বলের টেস্টে এই কীর্তি গড়েন তিনি।

রেকর্ড গড়ে '৪০০' উইকেটের মাইলফলকে অশ্বিন

অশ্বিন ৪০০ উইকেট পেয়েছেন দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে। এছাড়া টেস্ট ইতিহাসে তিনি দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৪০০তম উইকেটের দেখা পেয়েছেন।

Also Read - দুঃসংবাদ পেলেন রশিদ খান


নিজের ৭২তম টেস্ট খেলতে নেমে অশ্বিন শিকার করেছেন মোট ৭টি উইকেট। এই ম্যাচের আগে ৪০০ থেকে ৬ উইকেট দূরে ছিলেন। তাই কীর্তি গড়তে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের শেষ ইনিংস পর্যন্ত।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বেন স্টোকস, ওলি পোপ ও জফরা আর্চারের উইকেট শিকার করে অশ্বিন ৪০০ উইকেটের মালিক বনে যান। এরপর অবশ্য আরও একটি উইকেট পেয়েছেন দলের ২ দিনে জিতে যাওয়া ম্যাচে। এর আগে ভারতের হয়ে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) এবং হরভজন সিং (৪১৭)। দ্রুততম বোলার হিসেবে ৪০০ উইকেট শিকারের ক্ষেত্রে অশ্বিনের উপর শুধু মুত্তিয়া মুরালিধরন, তার লেগেছিল ৭২টি টেস্ট।

অভিবন কীর্তি গড়ে অধিনায়ক বিরাট কোহলির কাছে কিংবদন্তিতে পরিণত হয়েছেন অশ্বিন। ম্যাচ শেষে কোহলি বলেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য অশ্বিন যা করেছে তার জন্য উঠে দাঁড়িয়ে ওকে সম্মান জানানো উচিত। আমাদের সবার গর্ব হওয়া উচিত। আমি ওকে বলেছি যে এখন থেকে আমি ওকে ‘লেজে’ (লিজেন্ডের সংক্ষিপ্ত রুপ) বলে ডাকব। ৪০০ উইকেট অসাধারণ কৃতিত্ব। এখনও অনেক বছর ভারতের হয়ে খেলবে ও।’

Related Articles

বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন ডি ভিলিয়ার্স

ব্যর্থতার সব দায়ভার নিজের কাঁধে নিলেন বাউচার

বিশ্বকাপে পাকিস্তানের মিডল অর্ডারে মালিককে চান আফ্রিদি

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ‘৩’ নতুন মুখ

ওয়াহর তোলা ছবি জিতল উইজডেনের বর্ষসেরার খেতাব