Scores

রেকর্ড নিয়ে ভাবতে চান না মিরাজ

ক্রিকেটকে অনেকেই বলে থাকেন রেকর্ড ভাঙা-গড়ার খেলা। যেখানে কেউ প্রথম হন, আবার কেউ ছাড়িয়ে যান পূর্বের জনকে। তেমন এক রেকর্ড গড়ার পথে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে এসব নিয়ে একেবারেই ভাবতে চান না তিনি।

মিরাজের বাসা থেকে ২৭ ভরি সোনা ও ৬ হাজার ডলার চুরি

গতবছর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ইহসানউল্লাহ জানাতকে আউট করে রেকর্ড বইতে ঢুকে যান তাইজুল ইসলাম। টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেটের দেখা পান তিনি। যেখানে উইকেটের সেঞ্চুরি করতে তাইজুলের লেগেছিল ২৫ ম্যাচ।

Also Read - অনেকেই সমর্থন পেয়ে জাতীয় দলে থেকে যান: ইমরুল


শুরুতে এই রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ রফিক, তিনি ১০০ উইকেটের দেখা পেতে খেলেছিলেন ৩৩ ম্যাচ। সেই রেকর্ড ভেঙে ২৮ ম্যাচে ১০০ উইকেটের স্বাদ পেয়েছিলেন সাকিব আল হাসান। এবার শঙ্কার মুখে আছে তাইজুলের রেকর্ডও। মাত্র ২২ ম্যাচে ৯০ উইকেট মিরাজের।

তাইজুলের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে পরের দুই টেস্টে ১০ উইকেট প্রয়োজন মিরাজের। তিনি কী পারবেন দেশের হয়ে সবচেয়ে কম ম্যাচ খেলে একশো উইকেটের মাইলফলক স্পর্শ করতে? ৩০ মে বিডিক্রিকটাইমের ঈদ আড্ডায় অতিথি হয়ে এসে মিরাজ জানালেন এসব নিয়ে একেবারেই ভাবছেন না তিনি। দলকে ভাল ফল এনে দেওয়াটাই মূল লক্ষ্য তার।


এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘তাইজুল ভাই ২৫ ম্যাচে ১০০ উইকেট পেয়েছেন। তবে আমার যে তার আগেই পেতে হবে এইরকম আসলে কোনো ভাবনা নেই। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। একশো উইকেট হলে আমার জন্য ভালো, আমার ক্যারিয়ারের জন্য ভালো।’

‘আর রেকর্ডটা আসলে আমার কাছে তেমন ব্যাপার না। আমার জন্য উইকেট পাওয়াটাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি সবসময় চেষ্টা করি টেস্টে পারফর্ম করার জন্য, উইকেট নেওয়ার জন্য। যদি আমি প্রতিপক্ষের উইকেট নিতে পারি তবে আমার দলের জন্য অনেক ভালো হবে। দল ভালো ফল পাবে।’– সাথে যোগ করেন তিনি।

দলে অবদান রাখাটাই মূল ভাবনা মিরাজের, ‘শেষ কয়েকটা টেস্টে কিন্তু আমি ওইভাবে ভালো করিনি। যেহেতু আমাদের দলটা অনেকটাই স্পিননির্ভর, আমি আছি, তাইজুল ভাই আছেন, এখন নাঈম হাসান আছে, সাকিব ভাই তো ছিলেনই। তো আমরা যখন ভালো বল করি বিশেষ করে আমি আর তাইজুল ভাই তখন তো আমাদের দলের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

স্পিনবান্ধব কন্ডিশনের সুবিধা নিতে চান মিরাজ

তাইজুল-সানজামুলের ঘূর্ণি জাদুতে ‘৪ সেশনেই’ জিতল রাজশাহী

স্পিনারদের দাপটের দিনে পিনাকের সেঞ্চুরি

তামিমের উড়ন্ত শুরুর পর হঠাৎ ছন্দপতন বাংলাদেশের

প্রথম দিনে সমানে সমান লড়াই