Scores

রোডস জানালেন- কেন একাদশে নেই মুস্তাফিজ

নিউজিল্যান্ডের মত পেস বান্ধব কন্ডিশনে বাংলাদেশ নেমেছে রীতিমত আনকোরা তিন পেসার নিয়ে। আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ ও এবাদত হোসেন- টেস্ট ক্রিকেট তো বটেই; হ্যামিল্টন টেস্টে বাংলাদেশের একাদশের তিন পেসার আন্তর্জাতিক অঙ্গনেই নতুন।

আর এই নতুন তিন সদস্য হ্যামিল্টন টেস্টে যেন ঠিক ‘পেরে উঠছেন না’। কিউইদের হোম এডভান্টেজের সামনে রাহী-খালেদ-এবাদতরা অনেকটাই নিষ্প্রভ। দ্বিতীয় দিনের খেলা শেষে প্রধান কোচ স্টিভ রোডস সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই তাই তাকে শুনতে হল- কেন একাদশে নেই মুস্তাফিজ?

Also Read - আমরা অবশ্যই পারবো: রোডস


রোডসের জবাবের পর সবার ধারণাই সত্যি হয়েছে। ম্যাচ শুরুর আগে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ জানিয়েছিলেন, ধকল সামলাতে মুস্তাফিজকে তিন ম্যাচে না খেলানো উচিত। সেটি মেনে প্রধান কোচ ও টিম ম্যানেজমেন্ট প্রথম টেস্টে মুস্তাফিজকে দিয়েছেন বিশ্রাম। আর ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে মুস্তাফিজের দায়িত্ব বেশি থাকবে বলে ঐ ম্যাচের জন্য তাকে ‘ফ্রেশ’ রাখতে চায় দল।

মুস্তাফিজ সিরিজের দ্বিতীয় ম্যাচের দলে ফিরছেন জানিয়ে রোডস বলেন, ‘ব্যাক টু ব্যাক টেস্ট খেলা তার জন্য কঠিন। টেস্ট ম্যাচে তাকে মানসিকভাবে চাঙা রাখতে হয়। পরের ম্যাচে তার ফেরার সব সুযোগই আছে।’

রোডস জানালেন, ওয়েলিংটনে বাতাস থাকবে বেশি। বাতাসের সুবিধা কাজে লাগানোর অভিজ্ঞতা মুস্তাফিজের রয়েছে। ঐ ম্যাচে যাতে মুস্তাফিজ চাঙা হয়েই মাঠে নামতে পারেন এজন্য তাকে নেওয়া হয়নি হ্যামিল্টন টেস্টের একাদশে- এমনই ব্যাখ্যা রোডসের।

ওয়েলিংটনে প্রচুর বাতাসের মুখোমুখি হতে হবে। সে কারণে ওখানে তাকে খেলাতে চেয়েছি। বাতাসে সে আমাদের সেরা বোলার। ওয়েলিংটনে তার অনেক দায়িত্ব বলেই এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।’– বলেন রোডস।

সিরিজের সব ম্যাচে মুস্তাফিজের না খেলার অন্যতম কারণ তাই ধকল এড়ানোই। ওয়ালশের খেলোয়াড়ি জীবনের দৃষ্টান্ত টেনে রোডস বলেন, ‘কোর্টনি এমন বোলার ছন্দ, গতি ও লাইন-লেংথ পেতে যাকে অনেক বল করতে হতো। কিন্তু এমন বোলার আছে যাদের চাঙা থাকতে হয়, মোস্তাফিজ তাদের একজন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশে কাজ করে ‘শিখেছেন’ ওয়ালশ

নিজ ইচ্ছাতেই বাংলাদেশ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়ালশ!

ওয়াসিম আকরামকে অপমান, ওয়ালশের সমালোচনা

রোডসদের ভবিষ্যৎ জানা যাবে শ্রীলঙ্কা সিরিজের আগেই

সব পেসারই প্রস্তুত হচ্ছেন নতুন বলের জন্য