রোড সেফটি টি-২০ টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ লিজেন্ডস
নিরাপদ সড়কের জন্য সচেতনতা তৈরিতে ভারতের মহারাষ্ট্রের রোড সেফটি সেল আয়োজিত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে যাচ্ছে বাংলাদেশের দল বাংলাদেশ লিজেন্ডস। করোনাভাইরাসের কারণে ভারত আসতে পারছে না অস্ট্রেলিয়া লিজেন্ডস। এ দলের বদলি হিসেবে খেলবে বাংলাদেশ লিজেন্ডস।
গত বছর শুরু হয়েছিলে এ টুর্নামেন্টের প্রথম আসর। কিন্তু চার ম্যাচ আয়োজন করার পর মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে বন্ধ হয়ে যায় ক্রিকেট। সেই আসরের বাকি ম্যাচগুলো রায়পুরের ৬৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নতুন দল হিসেবে যুক্ত হবে বাংলাদেশ লিজেন্ডস এবং ইংল্যান্ড লিজেন্ডস।
Also Read - বাংলাদেশ সফরকে 'না' আইরিশ অধিনায়ক ও কোচেরএ টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। ভারতের আরেক সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার রয়েছেন কমিশনার হিসেবে।
এক বিবৃতিতে এ টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা রবি গায়কোয়াদ বলেন, “আনঅ্যাকাডেমি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লিজেন্ডস এবং ইংল্যান্ড লিজেন্ডসকে স্বাগত জানাতে পেরে আমি ব্যাপক আনন্দিত। তাদের অংশগ্রহণ এই উত্তেজনাকর সিরিজের প্রতিযোগিতা বাড়াবে।’
“এই মহামারীর সময়েও সড়ক দুর্ঘটনার কারণে মৃত্যুর সংখ্যা কমেনি। এ ব্যাপারটি এ সিরিজ আয়োজনকে আরো প্রাসঙ্গিক করে তুলেছে। আমাদের প্রত্যেকের উচিত সড়কে নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সচেতনতা সৃষ্টিতে এবং ভারতের রাস্তায় আরো যত বেশি সম্ভব জীবন বাঁচানোর চেষ্টা চালিয়ে যাওয়া, যোগ করেন তিনি।