
‘রোহিতকে চাইলে আগেই ২০ কোটি আলাদা করে রাখতে হবে’
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-17T16:15:06+06:00
আপডেট হয়েছে - 2024-10-17T16:15:06+06:00
আইপিএলের ইতিহাসের সফলতম অধিনায়ক রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্সকে ১১ বার নেতৃত্ব দিয়ে ৫ বার চ্যাম্পিয়ন করেছেন রোহিত। কিছুদিন আগে ভারতকেও জিতিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
রোহিত শর্মা। তবে আইপিএলের সর্বশেষ আসরে রোহিতকে অধিনায়কত্ব থেকে
সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক বানিয়েছে মুম্বাই। হার্দিকের অধীনে মুম্বাইয়ের
পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। মাত্র ৪ ম্যাচ জিতে একদম তলানিতে থেকে শেষ করে
টুর্নামেন্ট। আইপিএলের সামনের আসরের নিলামের আগে সব দলকে মোট ৬ জন ক্রিকেটার
রিটেইন করার সুযোগ দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, রোহিতকে ছেড়ে দিতে পারে মুম্বাই।
অন্যদিকে আইপিএলের ইতিহাসে কখনওই শিরোপা জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই দলে আবার খেলেন ভারতের ব্যাটিং গ্রেট বিরাট কোহলিও। দল শিরোপা না জেতায় কোহলিও ছুঁয়ে দেখতে পারেননি আইপিএলের শিরোপাটা। শোনা যাচ্ছে, আসন্ন মৌসুমে শিরোপা জেতার জন্য শিরোপাজয়ী কোনো অধিনায়ককে খুঁজছে আরসিবি। আর সেক্ষেত্রে নিশ্চিতভাবেই সবচেয়ে ভালো পছন্দ হতে পারেন রোহিত।
ফলে আরসিবি যদি রোহিতকে দলে নেয় একই দলে দেখা যাবে ভারতের দুই গ্রেট ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। দুজনকে একই দলে দেখার সম্ভাবনা কতটুকু? এমন একটি প্রশ্ন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে করেছিলেন এক সমর্থক। অশ্বিনের ইউটিউব চ্যানেলে করা এই প্রশ্নের জবাবে অশ্বিন বলেছেন, ‘আপনি যদি রোহিত শর্মাকে নিতে চান, তাহলে আগেই ২০ কোটি (রুপি) আলাদা করে সরিয়ে রাখতে হবে।’
ইনিংসের শুরুতে বিস্ফোরক ব্যাটিংয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দিতে পারেন রোহিত। টি-টোয়েন্টি ক্রিকেটে যা ভীষণ জরুরি ব্যাপার। আগামী ৩১ অক্টোবরের মধ্যে বিসিসিআইকে প্লেয়ারদের রিটেনশনের তালিকা জমা দেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তখনই জানা যাবে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিতকে ধরে রাখছে কিনা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।