Scores

রোহিতকে শাস্ত্রীর হুঁশিয়ারি

চোটের কারণে ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে অস্ট্রেলিয়ার সফরের কোনো ফরম্যাটের দলেই রাখা হয়নি। যদিও এখনো আইপিএলে দলের সাথেই রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক। আর এতেই বেড়েছিল জল্পনা। 

রোহিতকে শাস্ত্রীর হুঁশিয়ারি
রোহিত ও শাস্ত্রী। ফাইল ছবি

ভারতীয় দলে কোহলি-রোহিত দ্বন্দ্ব এখন কারও অজানা নয়। অধিনায়ক বিরাট কোহলির পাল্লা স্বভাবতই ভারি। রোহিতকে চোটের জন্য ভারতীয় দলে রাখা হয়নি। কিন্তু আইপিএলে তিনি দলের সাথে অনুশীলন করছেন। এরপরই গুঞ্জন দানা বাঁধে- রোহিত কি সত্যি চোটের কারণে জাতীয় দলের বাইরে?ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী অবশ্য সতর্ক করেছেন রোহিতকে। তিনি জানিয়েছেন, রোহিত সতর্ক না হলে অর্থাৎ পূর্ণ পুনর্বাসনের আশ্রয় না নিলে বড় চোটের শঙ্কা রয়েছে। মূলত রোহিত এখনো আইপিএল থেকে নিজেকে সরিয়ে না নেওয়ায়ই এমন ভাষ্য শাস্ত্রীর।

Also Read - ডুবে যাওয়া চেন্নাই ডুবাল পাঞ্জাবকে

শাস্ত্রী বলেন, ‘বিষয়টা বোর্ডের মেডিকেল টিমের দায়িত্ব যারা রয়েছে, তারাই দেখছে। আমরা এর মধ্যে মাথা গলাইনি। মেডিকেল টিমই নির্বাচকদের কাছে রিপোর্ট জমা দেয়। নির্বাচকরা সেই মতো দল বেছে নিয়েছে।’

অনেকে বলে থাকেন, কোচ হয়েও শাস্ত্রী কোহলির অনুসারী। রোহিত দলে না থাকায় ফিসফাস তাই শাস্ত্রীকে জড়িয়েও। যদিও অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনে তিনি ছিলেন না বলেই দাবি করলেন। পরক্ষণে সতর্ক করেছেন রোহিতকে।

শাস্ত্রী বলেন, ‘আমার এই বিষয়ে কিছুই বলার ছিল না। আমি নির্বাচনে অংশও নিইনি। শুধু এটুকুই জানি, মেডিকেল রিপোর্টে বলা হয়েছে যে, রোহিত যদি সতর্ক না হয়, তবে ওর আরও বড়সড় চোট পেয়ে বসার আশঙ্কা রয়েছে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

‘আমরা যেমন একজনকে খুঁজছিলাম, হাসান ঠিক তেমনই’

টাইগারদের পারফর্মে ‘৮৫’ শতাংশ খুশি তামিম

আইপিএলের জন্য পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

দ্বিতীয় ইনিংসের ভরাডুবিতে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

প্রোটিয়া সিরিজ আমার ভাগ্য নির্ধারণ করবে না : মিসবাহ