Scores

রোহিতের অভিযোগের প্রতিবাদ করলেন ধাওয়ান

কয়েকদিন আগে ভারতীয় ওপেনার রোহিত শর্মা আরেক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে ‘গর্দভ’ বলে অভিহিত করেছিলেন। ধাওয়ানের বিরুদ্ধে রোহিত যেসব অভিযোগ করেছিলেন তার জবাব দিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। অস্বীকার করেছেন রোহিতের অভিযোগ।

রোহিতের অভিযোগের প্রতিবাদ করলেন ধাওয়ান

ডেভিড ওয়ার্নারের সাথে ইনস্টাগ্রামে সরাসরি আড্ডায় এসে রোহিত বলেছিলেন, ধাওয়ান ফাস্ট বোলারদের মোকাবেলা করতে চান না, ইনিংসের প্রথম বল খেলতে ভয় পান। মাঠে ধাওয়ানের কিছু কাজকর্ম বিরক্তিকর বলেও জানিয়েছিলেন রোহিত। এসব অভিযোগের ব্যাপারে মুখ খুলেছেন ধাওয়ান। তিনি জানিয়েছেন, রোহিত যা বলেছেন তা সব সঠিক নয়।

Also Read - রিয়াদ-ইমরুলের সাথে সিমন্সদের লাইভ আড্ডা


ফাস্ট বোলারদের মুখোমুখি হতে না চাওয়ার অভিযোগটা পুরোপুরি অস্বীকার করেছেন ধাওয়ান। তিনি দাবি করেন খুব ভালো ভাবেই ফাস্ট বল তিনি খেলতে পারেন। তবে ফাস্ট বোলাররা ইনিংস শুরু করলে মাঝেমাঝে তিনি প্রথমে স্ট্রাইক নিতে চান না এটা স্বীকার করেছেন।

ধাওয়ান বলেন, ‘না, মোটেও এমন কিছু না। আমি ফাস্ট বোলারদের ভয় পাই- এটা ভুল কথা। সবারই নিজ নিজ মতাদর্শ আছে। আমি একজন উদ্বোধনী ব্যাটসম্যান। গত ৮ বছর ধরে আমি ভারতের ইনিংস উদ্বোধন করছি। মানে আমি অবশ্যই জানি ফাস্ট বোলারদের কীভাবে খেলতে হয়।’


তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে তিনি রোহিতকে আগে স্ট্রাইক নিতে বলেছিলেন সেটা স্বীকার করেন, ‘হ্যা, সেদিন আমি রোহিতকে বলেছিলাম। আমি ইনিংসের প্রথম বল খেলতে পছন্দ করি না এটাও সত্যি। কিন্তু যখন আমার সাথে কোনো তরুণ ক্রিকেটার নামে তখন অবশ্যই সেই দায়িত্ব আমি নিই। প্রথম ওভারে যেতে চাই না মানে তো এই না যে আমি ভয় পাই; দ্বিতীয় ওভারে তো ঠিকই আমি খেলি।’

ইনস্টাগ্রামে ডেভিড ওয়ার্নারও রোহিতে সাথে সায় দিয়েছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একসাথে ইনিংস উদ্বোধনে নামেন ওয়ার্নার ও ধাওয়ান। ওয়ার্নার জানিয়েছিলেন, শুধু স্পিনার হরভজন সিংয়ের প্রথম ওভারে বোলিংয়ের সময় ধাওয়ানকে আগে স্ট্রাইক তিনি দেখেছেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ভিডিও: ডি ককের ছক্কা গিয়ে পড়ল রাস্তায়

একাদশের বাইরে থাকা কষ্ট দিয়েছে গেইলকে

ফেনিতে আইপিএল নিয়ে জুয়া থামাতে অভিনব উদ্যোগ

সিরাজ-চাহালের বোলিং তোপে ব্যাঙ্গালোরের সহজ জয়

চেন্নাইয়ের সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড, রাজস্থানের সহজ জয়