Scores

রোহিতের সেঞ্চুরিতে প্রথমদিনে চালকের আসনে ভারত

রাঁচিতে সিরিজের শেষ টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে ভারত। রোহিত শর্মার সেঞ্চুরি ও অজিঙ্কা রাহানের দায়িত্বশীল ব্যাটিং ভারতকে প্রথমদিনে এগিয়ে রেখেছে। বল হাতে একাই দুইটি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা।

আগের দুই টেস্টের মত এ টেস্টেও টস জিতল বিরাট কোহলি। টসের সময় প্রক্সি নিয়ে এসেও টস ভাগ্য বদলাতে পারলেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসিস। অবশ্য টস হেরে শুরুটা যেভাবে করেছিল দক্ষিণ আফ্রিকা তাতে টস হারার দুঃখ ভুলে যাওয়ার মতই। শুরুতেই ভারতীয় ব্যাটসম্যান উপর চওড়া হন প্রোটিয়া বোলাররা।

Also Read - ব্যাটিংয়ে লিটন-নাঈম; বল হাতে ঝলক রাজ্জাক-আল আমিনের


দলীয় ১২ রানে রাবাদার বলে আউট হন মায়াঙ্ক আগারওয়াল। চার রান যোগ করতেই রাবাদার বলে ‘শুন্য’ রান করেই সাজঘরের পথ ধরেন চেতেশ্বর পূজারা। দলের এ বিপদে আগের টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক কোহলির উপর আশ্বাস রেখেছিল সবাই। কিন্তু কোহলিকে বেশিক্ষণ টিকতে দেননি প্রোটিয়া বোলার অ্যানরিচ নর্টজে।

দলীয় ৩৯ রানে কোহলিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নর্টজে। দলের এ বিপদে ফের জ্বলে উঠে রোহিত শর্মার ব্যাট। এবার রোহিতকে সঙ্গ দেন রাহানে। দুজনেই বেশ দেখেশুনেই সামলান রাবাদা, নর্টজেদের। ফিফটি তুলে নেন দুই ব্যাটসম্যানই। শুরুটা যেভাবে শুরু করেছিল প্রোটিয়ারা তাতে দিন শেষে আফসোস করতেই পারে। এ ম্যাচেও সেঞ্চুরি তুলে নেন রোহিত।

পুরোদিনে আর উইকেটই ফেলতে পারেনি ভারতের। দুজন মিলে গড়েন ১৮৫ রানের জুটি। রোহিত দিনশেষে অপরাজিত থাকেন ১১৭ করে এবং ৮৩ রান করে অপরাজিত থাকেন রাহানে।

সংক্ষিপ্ত স্কোরঃ 
তৃতীয় টেস্ট, প্রথম দিন
ভারতঃ ২২৪/৩ ( ৫৮ ওভার)
রোহিত ১১৭*, রাহানে ৮৩*, কোহলি ১২
রাবাদা ২/৫৪

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

আইপিএলেও অধিনায়কত্ব হারালেন স্মিথ

কাউন্টি খেলবেন কোহলি