Scores

রোহিতের স্মৃতিচারণে ধাওয়ানের গান শুনে তামিমের চমকে ওঠার কাহিনী

২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। বিশ্বকাপ পরবর্তী ঐ সফরে বাংলাদেশ-ভারত লড়াই পৌঁছেছিল অনন্য উচ্চতায়। সেই সফরের মজার এক স্মৃতি এবার রোমন্থন করলেন ভারতের ওপেনার রোহিত শর্মা।

রোহিতের স্মৃতিচারণে ধাওয়ানের গান শুনে তামিমের চমকে ওঠার কাহিনী (2)

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সেই সফরের একটি ম্যাচে বাংলাদেশের ইনিংসে স্লিপে ফিল্ডিং করছিলেন রোহিত ও ধাওয়ান। একপর্যায়ে বোলার বল ডেলিভারির সময় ধাওয়ান উচ্চস্বরে পাঞ্জাবি গান গাওয়া শুরু করেন। স্বভাবতই, হুট করে মাঠে এমন গান শুনে ভড়কে যান তামিম!

Also Read - ইডেনে গোলাপি বলকে 'চ্যালেঞ্জ' হিসেবে নেয়নি বাংলাদেশ!

রোহিতের কণ্ঠে উঠে এসেছে সেই স্মৃতিই। সম্প্রতি মায়াঙ্ক আগারওয়ালের সাথে লাইভ আড্ডায় যুক্ত হয়েছিলেন রোহিত ও ধাওয়ান। বিসিসিআইয়ের প্রকাশিত সেই লাইভের ভিডিওতে দেখা যায়, তামিমকে ভড়কে দেওয়া ধাওয়ানের সেই পাঞ্জাবি গান নিয়ে হাসতে হাসতে স্মৃতিচারণ করছেন রোহিত।

সতীর্থদের অনুরোধে লাইভেই পাঞ্জাবি গান গেয়ে শোনান ধাওয়ান। এরপর মুখ খুলেন রোহিত, তুলে ধরেন মজার স্মৃতি।


রোহিত বলেন, ‘২০১৫ সালে আমরা বাংলাদেশ সফরে গিয়েছিলাম। একটি ম্যাচে আমি ফার্স্ট স্লিপে ফিল্ডিং করছিলাম আর ধাওয়ান ছিল থার্ড স্লিপে। বোলার বল করতে আসছে, এমন সময় ধাওয়ান জোরেশোরে গান গাইতে শুরু করল।’

ব্যাটিংয়ে তখন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। গান শুনে তামিমের প্রতিক্রিয়া কেমন ছিল? রোহিত জানান, ‘ব্যাটসম্যান ছিল তামিম ইকবাল, সেওও অবাক হয়ে যায়- হঠাৎ কোথা থেকে গানের আওয়াজ আসছে! ঘটনাটা এখন শুনতে হয়ত তেমন মজার মনে হবে না, তবে সেই সময় আমরা কেউই হাসি আটকে রাখতে পারছিলাম না।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

দল ছেড়ে দেশের পথে তামিম-মিরাজ

ওয়ানডে র‍্যাংকিংয়ে তামিম-মিঠুনের উন্নতি

বিশ্বকাপের আগে পরিপূর্ণ দল হয়ে উঠতে হবে : তামিম

ব্যাটিং করতে অনেক কষ্ট হচ্ছিল, বুঝতে দেইনি : তামিম

মিঠুনকে একাদশে রাখার কারণ জানালেন তামিম