Scores

রোহিত ইস্যুতে প্রশ্ন শুনে চটে গেলেন সৌরভ

আইপিএল ফাইনালে ম্যাচ জয়ী এক ইনিংস খেলেন রোহিত শর্মা। প্রথমে না নিলেও পরে তাকে ভারতের টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেওয়া হয়নি। চোট কাটিয়ে মুম্বাই একাদশে ফিরে রোহিত টানা ম্যাচ খেললেও বিসিসিআই সভাপতি এখনো বলছেন রোহিত খেলার জন্য ফিট নন।

রোহিত ইস্যুতে প্রশ্ন শুনে চটে গেলেন সৌরভঅস্ট্রেলিয়া সফরের তিন সংস্করণের জন্য ঘোষিত ভারতের কোনো স্কোয়াডেই প্রথমে রোহিয় ছিলেন না। পরে কেবল টেস্ট স্কোয়াডে নেওয়া হয় এই ব্যাটসম্যানকে। বিসিসিআই সভাপতির মতে রোহিত এখনো খেলার জন্য পুরোপুরি ফিট নন। অথচ আইপিএলের ফাইনালে এই ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান ৫১ বলে ৬৮ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন।

Also Read - পাঁচ সন্তানের বাবা আসগরের দ্বিতীয় বিয়ে

রোহিতকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে না নেওয়ার কারণ জিজ্ঞেস করতেই গণমাধ্যমের সামনে স্পষ্ট হয়ে ওঠে সৌরভের বিরক্তি। রোহিতের কী অবস্থা সেটা সরাসরি তার কাছে থেকেই জেনে নেওয়ার জন্যও বলেন তিনি।

সৌরভের ভাষায়, ‘রোহিত এখনো কেবল ৭০ শতাংশ ফিট। আপনারা কেন রোহিতের কাছে গিয়েই সেটা শুনছেন না? ফিট না বলেই তো তাকে আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে রাখা হয়নি। টেস্ট স্কোয়াডে তাকে যোগ করা হয়েছে।’

রোহিত স্কোয়াডে না থাকলেও দলের সাথেই অস্ট্রেলিয়া যাবেন বলে প্রথমে জানানো হয়েছিল। কিন্তু পরে আবার জানানো হয় টেস্ট সিরিজের আগে ভারতেই চলবে তার পুনর্বাসন প্রক্রিয়া। তারপর টেস্ট সিরিজ খেলতে যাবেন তিনি। অপরদিকে টেস্ট চার ম্যাচের সিরিজের শেষ তিনটি টেস্ট খেলবেন না কোহলি।

রোহিতের দলে না থাকা, চোট থাকলেও উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার অস্ট্রেলিয়া ভ্রমণের ব্যাপারে মানুষ নানান মন্তব্য করাকে তাদেরই অজ্ঞতা বলে মনে করেন সৌরভ। কড়া মেজাজে তিনি বলেন,

‘খেলোয়াড় চোটের ব্যাপারে তো আমরা ভালোই জানি, ভারতের ফিজিওরা জানেন। আমার মনে হয়, বাইরের মানুষ জানে না যে আমরা কীভাবে কাজ করি। মানুষ এসব সম্পর্কে জানে না, ইঞ্জুরি সম্পর্কে জানে না। এইজন্য এসব বিতর্কিত কথা বলে৷ ঋদ্ধিমান সাহাও ইঞ্জুরিতে আছে। সেও অস্ট্রেলিয়া যাবে দলের সাথে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


Related Articles

ধোনির সাথে অবসর ও আইপিএল থেকে ফেরার কারণ জানালেন রায়না

ভারতে করোনার চেয়েও বেশি আগ্রহ আইপিএলে

‘ব্যাটিংয়ের সময় রাহুলের কাছে ক্ষমা চেয়েছি’- নিশামের টুইটে ম্যাক্সওয়েলের ঠাট্টা

শেবাগের নির্মম উপহাস নিয়ে কৌশলী অবস্থান ম্যাক্সওয়েলের

সূর্যকুমার হলো ভারতীয় ডি ভিলিয়ার্স : হরভজন