Scores

‘রোহিত, তুমি বাংলাদেশের সাথে যা করো তা ঠিক না’

দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসাবে শুক্রবার (১৫ মে) তামিম ইকবালের সরাসরি আড্ডায় যোগ দেন রোহিত শর্মা। ভারতীয় এই ক্রিকেটারকে তামিম বলেন, তিনি বাংলাদেশের সাথে করেন তা মোটেই ঠিক না। ২০১৫ বিশ্বকাপসহ আরও কয়েকটা ঘটনা তুলে ধরেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। রোহিতও তার জায়গা থেকে উত্তর দেন।

রোহিত, তুমি বাংলাদেশে সাথে খুব খারাপ করেছে তামিম
তামিম ইকবাল ও রোহিত শর্মা।

২০১৫ সালে অস্ট্রেলিয়ার বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটা বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের কাছে এক বিতর্কিত ম্যাচ হিসাবেই আছে এখনো। ম্যাচটাতে যাকে নিয়ে বড় বিতর্ক সৃষ্টি হয়েছিল তিনি ছিলেন রোহিত। সেই ম্যাচে শতক হাঁকিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। এরপরে আরও দুইটা বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হয়েই শতক হাঁকান রোহিত।

Also Read - তামিমকে মুশফিকের 'ধন্যবাদ'


এই বিষয়ে তামিম রোহিতকে বলেন, ‘রোহিত, বাংলাদেশের সাথে তোমার কোনো একটা সমস্যা আছে। দেখো, বাংলাদেশে অনেক ভক্ত তোমাকে ভালোবাসে। কিন্তু তুমি বাংলাদেশের সাথে যা করো তা মোটেই ঠিক না। দেখো, ২১০৫ বিশ্বকাপে তুমি আমাদের বিপক্ষে একটা সেঞ্চুরি করলে, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তুমি সেঞ্চুরি করলে, আবার ২০১৯ বিশ্বকাপে আরেকটা সেঞ্চুরি করলে।’

২০১৯ বিশ্বকাপে আগে ব্যাটিং করেছিল ভারত এবং শুরুর দিকে রোহিতের ক্যাচ পড়ে গিয়েছিল তামিম ইকবালের হাত গলে। সেই ম্যাচের জন্য তামিমকে অনেক দুয়ো শুনতে হয়েছিল। রোহিতের সামনে অকপটেই সেসব শিকার করেন বাংলাদেশি ওপেনার।

তামিমের ভাষায়, ‘ওই সেঞ্চুরি (২০১৯ বিশ্বকাপ) করার ক্ষেত্রে অবশ্য আমার অবদান ছিল; কারণ তোমার ক্যাচটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল। তুমি জানো না, ওই ক্যাচ ফেলার পরে আমাকে নিয়ে কত বিদ্রুপ করা হয়েছে! ওই ক্যাচ ফেলাটা আমার জন্য একটা দুঃস্বপ্ন ছিল।’

ক্রিকেটীয় ভাষায় তামিমের কথার উত্তর দিয়েছেন রোহিত। এই ভারতীয় ব্যাটসম্যান বলেন, দিনশেষে সবাই জেতার জন্যই নামে কিন্তু ক্রিকেট ভক্তদের প্রত্যাশার কম করলে সবাইকেই সমালোচনার শিকার হতে হয়।

‘সবাই ম্যাচ জিততে চায়। দল, দলের খেলোয়াড়েরা সবাই চেষ্টা করে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জিততে। কেউই তো ক্যাচ ফেলার কিংবা খারাপ খেলার ইচ্ছা নিয়ে মাঠে নামে না। কিন্তু ভারত ও বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা ক্রিকেটের প্রতি যেরকম আবেগি তাতে ভুল করলে আমরা প্রতিবারই সমালোচনার শিকার হই; গণমাধ্যম ও দর্শকদের কাছে,’ বলেন রোহিত।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

তামিম-লিটনদের ব্যর্থতা নিয়ে চিন্তিত নন ডমিঙ্গো

ডমিঙ্গোর আশা ভালো ‘দলনেতা’ হবেন তামিম

আমরা ফাইনালে খেলার যোগ্যতা রাখি না : তামিম

হেরে বিদায় তামিম একাদশের, ফাইনালে মাহমুদউল্লাহরা

দ্রুত বিজয় ফিরে গেলেও ভালো শুরু তামিমের