Scores

রয়ের ফর্ম ফেরাতে ডেনলির ‘বিনিময়’!

প্রাচীন যুগে মৌলিক অধিকার পূরণে প্রচলিত ছিল বিনিময় প্রথা। ক্রিকেটারদের ফর্মকে যদি মৌলিক চাহিদা মনে করা হয়, তাহলে জো ডেনলির চেষ্টাকে যেন বিনিময় প্রথাই বলা চলে। সতীর্থ জেসন রয়ের ফর্ম ফেরাতে তিনি যে নিজের জায়গা ছেড়ে দিয়েছেন!

রয়ের ফর্ম ফেরাতে ডেনলির ‘বিনিময়’

ডেনলি অবশ্য শুধু জায়গাই ছেড়ে দেননি, একইসাথে তিনি দখল করেছেন রয়ের স্থান। এক কথায় যাকে বলে অদল-বদল বা বিনিময়। অ্যাশেজের চতুর্থ টেস্টে তাই রয়ের বদলে ডেনলিকেই দেখা যাবে ওপেনার হিসেবে।

Also Read - পাপুয়া নিউগিনিকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ


দল সাফল্যের দেখা পেলেও ইংল্যান্ডের উদ্বোধনী জুটি সফল হতে পারছে না। বিষয়টি ভাবাচ্ছে ইংল্যান্ড ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সবাইকে। দুশ্চিন্তা দূর করতে এগিয়ে এসেছেন ডেনলিই।

ডেনলি মূলত ব্যাট করে থাকেন চার নম্বর পজিশনে। আর র‍য় ইংল্যান্ডের বিশ্বস্ত ওপেনার। তবে কদিন ধরে নেই ফর্মে। অ্যাশেজে ৬ ইনিংসে মোট ৫৭ রান করেছেন, যা রয়ের নামের পাশে ভীষণ বেমানান।

ওপেনার হিসেবে রয়কে যে চাপ সামলাতে হয় তাতে দুঃসময় কাটানো অন্যদের চেয়েও একটু কঠিনই। এটি অনুধাবন করতে পারছেন ডেনলি। আর এ কারণে রয়ের জন্য চতুর্থ স্থান ছেড়ে দিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ওল্ড ট্রাফোর্ড টেস্টে রোরি বার্নসের সাথে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নামার।

ডেনলি নিজেই জানিয়েছেন এই তথ্য। তিনি বলেন, দলের ভালোর জন্য চাই ভালো শুরু। রয় আমাকে এজন্য চেষ্টা করতে বলেছে। আমি তার কথায় সায় দিয়েছি। আমি ব্যাটিং উদ্বোধনীতে নামব, আর রয় নেমে যাবে চারে।’

প্রসঙ্গত, আগামী ৪ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে চলতি অ্যাশেজের চতুর্থ ম্যাচ।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অবসরের আগে স্মিথের ‘দুই লক্ষ্য’

তিন বিভাগে টেস্ট র‍্যাংকিংয়ের সেরা ৫ ক্রিকেটার

ফুটবলারদের ‘ক্রিকেটের’ গল্প শুনিয়ে অনুপ্রাণিত করছেন জেমি ডে

ওয়েডের ‘মাথার খুলি উড়িয়ে দিতে চেয়েছিল’ আর্চার!

একাধিক রেকর্ড দিয়ে অ্যাশেজ শেষ করলেন স্মিথ