র্যাংকিংয়ে উন্নতি গিল-জাইসওয়ালের
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে অবনতি হার্দিক পান্ডিয়ার।

র্যাংকিংয়ে উন্নতি গিল-জাইসওয়ালের
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-07-17T16:14:25+06:00
আপডেট হয়েছে - 2024-07-17T16:14:25+06:00
জিম্বাবুয়ে সিরিজে ভালো করে আইসিসির র্যাংকিংয়ে এগিয়েছেন ভারতের একাধিক ক্রিকেটার। আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে ভারত ছাড়াও উন্নতি করেছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। সিরিজে রানের দেখা পাওয়া দুই ভারতীয় ক্রিকেটার শুবমান গিল এবং যশস্বী জাইসওয়াল ব্যাটারদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উন্নতি করেছেন। ব্যাটারদের র্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে ৬ষ্ঠ স্থানে উঠেছেন জাইসওয়াল। এছাড়া ৩৬ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে রয়েছেন গিল। ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ট্রাভিস হেড।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে র্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে রয়েছেন ব্লেসিং মুজারাবানি। এছাড়া ভারতের ওয়াশিংটন সুন্দর ৩৬ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে এবং মুকেশ কুমার ২১ ধাপ এগিয়ে ৭৩তম স্থানে অবস্থান করছেন। বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রশিদ।
টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ধাপ পিছিয়ে ৬ নম্বরে নেমে গেছেন ভারতের হার্দিক পান্ডিয়া। ১ ধাপ করে এগিয়ে হাসারাঙ্গার পরে যথাক্রমে আছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা, বাংলাদেশের সাকিব আল হাসান এবং আফগানিস্তানের মোহাম্মদ নবী।
লর্ডস টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১১৪ রানের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচে ভালো করা ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক টেস্টের ব্যাটারদের র্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৭ম স্থানে। এছাড়া ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রোলি ৩ ধাপ এগিয়ে রয়েছেন ১৩তম স্থানে। আরেক ইংলিশ ব্যাটার ওলি পোপ ৩ ধাপ উন্নতি করে অবস্থান করছেন ২৯ নম্বরে।
এছাড়া লর্ডস টেস্টে দুই অভিষিক্ত জেমি স্মিথ এবং গাস অ্যাটকিনসনও অভিষেকে ঝলক দেখিয়ে র্যাংকিংয়ে ভালো অবস্থানে আছেন। ব্যাটারদের র্যাংকিংয়ে ৭৫তম স্থানে আছেন ফিফটি হাঁকানো জেমি। অন্যদিকে ম্যাচে ১২ উইকেট তোলে অ্যাটকিনসন রয়েছেন ৫২ নম্বরে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।