লকডাউন ভেঙে অনুশীলনে দুই ইংলিশ তারকা
দীর্ঘ দুই মাস ব্যাট-বল থেকে দূরে থাকা হয়েছে, আর কত! সামাজিক দূরত্ব ও নিরাপত্তার কথা মাথায় রেখেই ক্রিকেট মাঠে ফেরানোর চেষ্টা চলছে। সেই ধারাবাহিকতায় ‘প্রথম’ তকমা যুক্ত করে অনুশীলন শুরু করেছেন দুই ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস।
জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ক্রিকেটকে মাঠে ফেরাতে মরিয়া ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরই লক্ষ্যে ক্রিকেটারদের অনুশীলনে ফেরার আহ্বানও জানানো হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) থেকে অনুশীলন শুরুও করে দিয়েছেন দুই গতি তারকা ব্রড ও ওকস।
Also Read - বিশ্বকাপ না হলে আইপিএল কেন- বর্ডারের প্রশ্ন
দুইজন অবশ্য আলাদা মাঠে অনুশীলন করেছেন। ব্যক্তিগত পর্যায়ের অনুশীলনের জন্য ইসিবি ৭টি ভেন্যু নির্ধারণ করেছে, যেখানে অনুশীলন করবেন মোট ১৮ জন পেসার। এর মধ্যে ব্রড ট্রেন্টব্রিজে এবং ওকস এজবাস্টনে অনুশীলন শুরু করেছেন।
অনুশীলনের ক্ষেত্রে বেশকিছু নিয়মনীতি মানতে হয়েছে ব্রড ও ওকসকে। করোনা ঠেকাতে যেসব নিয়মকানুন মেনে চলার জোর পরামর্শ দেওয়া হচ্ছে, সবকিছু মেনেই যেতে হচ্ছে মাঠে, করতে হচ্ছে অনুশীলন।
ক্রিকেটে মাঠের ফেরানোর চেষ্টায় ব্যাটসম্যানরা এখনই মাঠে নামছেন না। বোলারদের ফিটনেস ইস্যু একটু বেশিই গুরুত্বপূর্ণ বলে তাদেরই আগে অনুশীলন শুরু করতে বলেছে ইসিবি। তাই ইংল্যান্ডে লকডাউন চলা অবস্থায়ই পেসাররা ঘর থেকে বেরিয়ে বল হাতে ঘাম ঝরানো শুরু করেছেন। ব্যাটসম্যানরা দুই সপ্তাহ পর শুরু করবেন অনুশীলন।
Building up, another 6 overs today at 70ish %. Sorry for James Pipes squeak, he’s stood behind a big net. Head band been added to stop sweat dripping down my face so hopefully I get out the habit of touching my face while bowling. 🏏 pic.twitter.com/lSO8CXrm0N
— Stuart Broad (@StuartBroad8) May 22, 2020
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।