Scores

৩৮০ রান অনেক বেশি!

বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল মনে করেন, জয়ের জন্য ৩৮২ রানের লক্ষ্য বেশ বড় ছিল বাংলাদেশের জন্য। আর এ কারণেই নিজেদের সেরাটুকু দিয়েও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশের গর্বিত হওয়া উচিৎ হার্শা ভোগলেবৃহস্পতিবার (২০ জুন) টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া জড়ো করে ৩৮১ রান। অতীতে এত বড় লক্ষ্যে ছুটতে গেলে বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজেই থাকত হেরে যাওয়ায় ভঙ্গি। তবে এবার টাইগাররা লড়াই করেছে শেষ পর্যন্ত।

Also Read - উইলিয়ামসনের স্পোর্টসম্যানশিপ নিয়ে উঠেছে প্রশ্ন

তামিম মনে করেন, লক্ষ্য ৩৩০ বা ৩৪০ এর মধ্যে থাকলে সহজেই জয় তুলে নিতে পারত বাংলাদেশ।

নিজেদের সর্বোচ্চ চেষ্টাটুকু করেছেন জানিয়ে ম্যাচ শেষে তামিম বলেন, ‘আমি মনে করি ৩৮০ রান অনেক বেশি। আমরা আমাদের সেরাটা চেষ্টা করেছি।’

অস্ট্রেলিয়ার ইনিংসের শেষদিকে টাইগাররা লাগাম টেনে ধরতে পারলেও অজি ব্যাটসম্যানরা বড় স্কোরের ভিত গড়ে দিয়েছিলেন আগেই। তামিম বলেন, ‘আমাদের বোলিংয়ের দিকে যদি তাকান- শেষ ৪ ওভার ভালো গিয়েছে। মাঝখানের অংশে তারা অনেক রান তুলে ফেলেছে। ৪-৫ ওভারে ওরা ৬০-৭০ রান তুলে ফেলেছে। স্কোর ৩৩০-৩৪০ হলে নিশ্চিতভাবে আমাদের সুযোগ ছিল ম্যাচ জেতার। ৩৮০ অনেক বেশি ছিল।’

ডেভিড ওয়ার্নারের ১৬৬ রানের ইনিংসের প্রশংসা করে তামিমের ভাষ্য, ‘বোলাররা তাদের চেষ্টা করেছে। ওয়ার্নার আমাদের সুযোগ দিয়েছিল, আমাদের তাকে আউট করার সুযোগ কাজে লাগান উচিৎ ছিল। তবে তার ইনিংসটি দুর্দান্ত ছিল।’

ম্যাচ শেষে অবশ্য তামিমকেও কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন কেউ কেউ। তার ৭৪ বলের মোকাবেলায় ৬২ রানের ইনিংসে রান সংখ্যা আরও বড় হওয়া উচিৎ ছিল বলে অভিমত অনেকের।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

সর্বোচ্চ রেটিং পেলো ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পিচগুলো

চট্টগ্রাম টেস্টের স্মৃতি নিয়ে ক্যারিয়ারের ‘শেষ’ দেখছেন ম্যাক্সওয়েল

এবার পুরো অস্ট্রেলিয়া দলের বিপক্ষে বর্ণবাদী আচরণের অভিযোগ অশ্বিনের

পুকোভস্কি-গ্রিনরা প্রাইমারি স্কুলের ক্রিকেটার!

সিডনির ঘটনায় ভারতকে খেলা ছাড়তে বলেছিলেন আম্পায়ার