লঙ্কানদের উড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণে ইংল্যান্ড
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। ইংলিশ স্পিনারদের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ১৩৫ রানে অলআউট হয়েছে লঙ্কানরা। ৫ উইকেট শিকার করেছেন ডম বেস।

গলে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। এই ম্যাচে খেলতে পারেননি লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। চোটের কারণে দর্শক হয়ে থাকতে হয়েছে তাকে। তার বদলে অধিনায়ক করেন দীনেশ চান্দিমাল।
Also Read - '৮০০' উইকেটের রেকর্ড স্পর্শ করবেন অশ্বিন, ধারণা মুরালিরস্বাগতিক শিবিরে প্রথম দুইটি আঘাতই হানেন স্টুয়ার্ট ব্রড। তৃতীয় উইকেটটি শিকার করেন বেস। চতুর্থ উইকেটটি আবার পকেটে পুরে নেন ব্রড। দলে ফেরা অ্যাঞ্জেলো ম্যাথিউজকে আউট করেন তিনি। ব্রডের শিকার হওয়ার আগে ম্যাথিউজ করেন ২৭ রান।
প্রত্যাবর্তন করা আরেক ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল করেন ২৮ রান, যা দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস। তাকে শিকার করেন জ্যাক লিচ। তারপর লঙ্কান মিডল ও লোয়ার অর্ডারে ধ্বংসযজ্ঞ চালান বেস। পরে আরও ৪টি উইকেট শিকার করেন তিনি। লিচ করেন একটি রান আউট।
ইংলিশ বোলারদের তোপে শ্রীলঙ্কা অলআউট হয় মাত্র ১৩৫ রানে। ব্রড ৩টি, বেস ৫টি ও লিচ ১টি উইকেট পান।
জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় ইংল্যান্ডও। জ্যাক ক্রাউলি ও ডমিনিক সিবলিকে প্যাভিলিয়নের পথ দেখান লাসিথ এম্বুলডেনিয়া। ১৭ রানেই ২ উইকেট হারিয়েছিল সফরকারীরা। তবে জনি বেয়ারস্টো ও জো রুটের ব্যাটে চেপে ঘুরে দাঁড়াতে সময় লাগেনি তাদের।
তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়েন বেয়ারস্টো ও রুট। প্রথম দিনেই ম্যাচের চালকের আসনে বসে ২ উইকেটে ১২৭ রানে দিন শেষ করেছে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা ১৩৫/১০ (১ম ইনিংস)
চান্দিমাল ২৮, ম্যাথিউজ ২৭, কুশল ২০;
বেস ৫/৩০, ব্রড ৩/২০, লিচ ১/৫৫।
ইংল্যান্ড ১২৭/২ (১ম ইনিংস)
রুট ৬৬, বেয়ারস্টো ৪৭;
এম্বুলডেনিয়া ২/৫৫।
ইংল্যান্ড ৮ রানে পিছিয়ে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।