Scores

লঙ্কানদের গুড়িয়ে এগিয়ে গেল পাকিস্তান

করাচিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৬৭ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক পাকিস্তান। এর আগে বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচ পণ্ড হয়।

লঙ্কানদের গুড়িয়ে এগিয়ে গেল পাকিস্তানটস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান এদিন রানের পাহাড় জড়ো করে লঙ্কানদের সামনে। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে স্বাগতিক দলের সংগ্রহ দাঁড়ায় ৩০৫ রান।

Also Read - বুমরাহর অ্যাকশন মালিঙ্গার থেকে ১০ গুণ ভালো!

দলের পক্ষে দারুণ এক শতক হাঁকান বাবর আজম। ১০৫ বলের মোকাবেলায় ১১৫ রানের ইনিংস খেলার পথে ডানহাতি এই ব্যাটসম্যান হাঁকান ৮টি চার ও ৪টি ছক্কা।

এছাড়া অন্যান্যদের মধ্যে ফখর জামান ৫৪, হারিস সোহাইল ৪০, ইফতিখার আহমেদ ঝড়ো অপরাজিত ৩২ ও ইমাম উল হক ৩১ রান করেন।

শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা দুটি এবং ইসুরু উদানা ও লাহিরু কুমারা একটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারানো দলটি ২৮ রানের মধ্যে পাঁচটি উইকেট হারিয়ে বসে। এতে দারুণ চাপে পড়ে য্য লাহিরু থিরিমান্নের দল।

তবে দাসুন শানাকাকে নিয়ে শক্ত হাতে সেই চাপ সামাল দেন সেহান জয়াসুরিয়া। যদিও তাদের ব্যাটিং দলকে জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। সেহান ৭ চার ও ১ ছক্কায় ১০৯ বলে ৯৬ এবং দাসুন ৬ চার ও ২ ছক্কায় ৮০ বলে ৬৮ রান করে বিদায় নেওয়ার পর কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানরা। ওয়ানিন্দুর ৩০ রানের ঝড়ো ইনিংস দলের পরাজয়ের ব্যবধানই কমিয়েছে শুধু।

শেষপর্যন্ত ৪৬.৫ ওভার ব্যাট করে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় ২৩৮ রানে।

পাকিস্তানের পক্ষে পাঁচটি উইকেট একাই শিকার করেন উসমান শিনওয়ারি। এছাড়া দুটি উইকেট পেয়েছেন শাদাব খান।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ৩০৫/৭ (৫০ ওভার)
বাবর ১১৫, ফখর ৫৪
ওয়ানিন্দু ৬৩/২, উদানা ৫৯/১

শ্রীলঙ্কা ২৩৮ (৪৬.৫ ওভার)
সেহান ৯৬, শানাকা ৬৮
শিনওয়ারি ৫১/৫, শাদাব ৭৬/২

ফল: পাকিস্তান ৬৭ রানে জয়ী।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


Related Articles

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না উঠলে এশিয়া কাপ খেলবে ভারত

সিমন্সের চাওয়া এবার যেন বাছাইপর্ব খেলতে না হয় পোলার্ডদের

হেসেখেলে লঙ্কানদের হারিয়ে ইংল্যান্ডের রেকর্ড

দুর্দান্ত অভিষেকের পরও অসন্তুষ্ট সুন্দরের বাবা

ভারতে বসে পাকিস্তানে ‘অফিস’ করছেন দক্ষিণ আফ্রিকার অ্যানালিস্ট