Scores

লঙ্কানদের নির্বাচক প্যানেলে জায়গা হারালেন হাথুরুসিংহে

প্রভাব কমছে আলোচিত শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্ব গ্রহণের পর এই কোচের হাতেই দলের দেখভালের দায়িত্ব দিতে চেয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আর এ কারণে তাকে নির্বাচক প্যানেলেও রাখা হয়েছিল।

লঙ্কানদের নির্বাচক প্যানেলে জায়গা হারালেন হাথুরুসিংহে

তবে বিভিন্ন সময়ে দল সাজানো নিয়ে বিতর্কের জন্ম দেওয়া এই কোচকে শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০১৭ সালের শেষভাগে লঙ্কান ক্রিকেটে জড়িয়ে যাওয়া কোচ হাথুরুসিংহে বাংলাদেশে থাকাকালেও যুক্ত ছিলেন নির্বাচক প্যানেলের সাথে। তখনও তিনি নানা বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন, যা নিয়ে বাংলাদেশের ক্রিকেটে আলোচনা হয় এখনও। তার এই অভ্যাস পাল্টায়নি নিজের দেশের ক্রিকেটে ড়িয়েও। অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাসিথ মালিঙ্গার মত সিনিয়র ক্রিকেটারকে দল থেকে বাদ দিতেও তোয়াক্কা করেননি তিনি।

Also Read - প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজারি ক্লাবে তামিম


তবে মাঠের পারফরম্যান্সে দলের বাজে পারফরম্যান্সের কারণে টনক নড়েছে লঙ্কান ক্রীড়াঙ্গনের। সম্প্রতি শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ঘোষণা দিয়েছেন- জাতীয় দল নির্বাচনে এখন থেকে ভূমিকা রাখবেন শুধু নির্বাচক, অধিনায়ক ও টিম ম্যানেজারই; থাকছে না কোচের কোনো ভূমিকা।

দেশটির ক্রীড়ামন্ত্রী বলেন, অস্ট্রেলিয়াতে এরই মাঝে জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচক কমিটিতে আর হাথুরুসিংহে থাকছেন নাদ্বিতীয় টেস্ট থেকেই এই নিয়ম কার্যকর হবেদেশে কিংবা বিদেশে কোথাও আর দল নির্বাচনে তার ভূমিকা থাকছে না।’

হাথুরুসিংহেকে কোচ করার পর তার পরামর্শে বোর্ড যেসব পদক্ষেপ গ্রহণ করেছিল তার কোনোটিই ফলপ্রসূ হয়নি, যার প্রভাব পড়ছে শ্রীলঙ্কা জাতীয় দলের পারফরম্যান্সে। এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বরে হাথুরুসিংহের মনোনীত ব্যাটিং কোচ থিলান সামারাবীরাকে বরখাস্ত করা হয়। প্রসঙ্গত, হাথুরুসিংহে বাংলাদেশের কোচ থাকাকালে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্বেও ছিলেন এই সামারাবীরা।

শুধু নির্বাচক প্যানেল থেকে বাদ গেলেও অবশ্য কথা ছিল না। শ্রীলঙ্কার ক্রিকেটে গুঞ্জন, হাথুরুসিংহেকে নাকি কোচের পদ থেকেও অব্যাহতি দেওয়া হতে পারে। সামনে বিশ্বকাপের মত বড় আসর। এর মধ্যে হাথুরুসিংহের কোচিংয়ে দলের পারফরম্যান্স সন্তোষজনক নয়। এসএলসি এমন কঠোর পদক্ষেপ তো গ্রহণ করবেই!

আরও পড়ুন: ‘আমি কখনো এমন উইকেট প্রত্যাশা করি না’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মাঠে ফিরছে ক্রিকেট, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি চূড়ান্ত

সেই বাদ পড়াই বদলে দেয় তামিমের ক্রিকেট জীবন

কোহলির অনুশীলন দেখে লজ্জিত হতেন তামিম!

করোনার পর কেমন হবে ক্রিকেট?

‘ভারতের বিপক্ষে মানসিক চাপ নয়, বরং খেলতে ভালো লাগে’