লঙ্কানদের বিপক্ষে দূর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো স্বাগতিকরা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেসিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্তের পর শুরুতেই ইন-ফর্ম ব্যাটসম্যান উপুল থারাঙ্গার উইকেট হারায় সফরকারীরা। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারালেও কোনো ধরণের চাপ অনুভব না করে শুরু থেকেই খেলতে থাকেন অতিথী দলের দুই ব্যাটসম্যান সাদিরা সামারাবিক্রমা ও আশান প্রিয়াঞ্জন।
দু’জনে মিলে স্বাগতিক বোলারদের উপর চড়াও হয়ে ব্যাট করে বাড়াতে থাকেন দলের রানের চাকা। অপ্রতিরোধ্য গতিতে বাড়তে থাকা এই রানের চাকার গতি শ্লথ করার কাজে এগিয়ে আসেন স্পিনার সানজামুল ইসলাম ও খালেদ আহমেদ।
Also Read - বিশ্বকাপে দৃষ্টি ওয়ার্নারের১৪ বলের ব্যবধানে চার উইকেট শিকার করে স্বাগতিকদের দূর্দান্তভাবে খেলায় ফিরিয়ে এনেছে এই দুই বোলার।
ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠতে থাকা এই দুই সেট ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে আবারও স্বাগতিকদের খেলায় ফিরিয়ে এনেছেন এই দুই বোলার। ২৪তম ওভারের শেষ বলে সামারাবিক্রমা খালেদের বলে ব্যক্তিগত ৭৫ রানে লেগ-বিফোরের ফাঁদে পড়লে বিচ্ছিন্ন হয় দুজনার মধ্যকার ১৩০ রানের দ্বিতীয় উইকেট জুটির। এর তিন বল বাদে ৬২ বলে ৫৩ রান করা প্রিয়াঞ্জনকে সানজামুলের বলে অধিনায়ক মোহাম্মদ মিঠুন স্টাম্পড করলে ১৩৪ রানে পতন ঘটে সফরকারীদের তিন নম্বর উইকেটের।
তিন উইকেট হারানোর পর ক্রিজে এসে দলের হাল ধরতে ব্যর্থ হন শেনান জয়াসুরিয়া ও দাসুন শানাকা। ব্যক্তিগত রানের খাতে খুলার পরপরই উভয় ব্যাটসম্যানের পথে কাটা হয়ে দাঁড়িয়ে তাদের সাজঘরে ফেরান সানজামুল ও খালেদ। এর ফলে ১৩৬ রানে পাঁচ উইকেটের পতন ঘটে সফরকারীদের।
শেষ খবর পাওয়া পর্যন্ত,.২৬.৪ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ১৩৯ রান। ১ রান করে ক্রিজে আছেন থিসারা পেরেরা ও আশান শাম্মু।
সিরিজ নির্ধারণি ম্যাচে দুই দ্লের একাদশ-
বাংলাদেশ ‘এ’ দল: সৌম্য সরকার, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জাকির হাসান, আফিফ হোসেন, আরিফুল হক, নাঈম হাসান, শরিফুল ইসলাম, আল-আমিন, খালেদ আহমেদ, সানজামুল ইসলাম।
শ্রীলঙ্কা ‘এ’ দল: থিসারা পেরেরা (অধিনায়ক), দাসুন শানাকা (সহ-অধিনায়ক), উপুল থারাঙ্গা, সাদিরা সামারাবিক্রমা, শেহান জয়াসুরিয়া, আশান প্রিয়াঞ্জান, ইসুরু উদানা, মালিন্দা পুষ্পকুমারা, নিশান পেইরিস, শেহান মাধুশঙ্কা।
আরও পড়ুনঃ বিশ্বকাপে দৃষ্টি ওয়ার্নারের