Scores

লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব!

নিষেধাজ্ঞা শেষে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে পারেন সাকিব আল হাসান। বাংলাদেশি এই ক্রিকেটার আগামী ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটে ফের অংশ নিতে পারবেন। এলপিএলের প্রথম আসর শুরু হবে আগামী নভেম্বরে।

লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে পারেন সাকিব 2
এ বছরই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা হতে পারে সাকিবের। ফাইল ছবি

ইতিপূর্বে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) আয়োজন করেছিল শ্রীলঙ্কা। নানা কারণে সেই টুর্নামেন্ট মাঠে থাকেনি। নতুন উদ্যমে এবার এলপিএল নামের আরও একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করছে শ্রীলঙ্কা ক্রিকেট- এসএলসি। সেই টুর্নামেন্টে বিশ্বের নামীদামী তারকা ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

Also Read - এবার বরখাস্ত প্রোটিয়াদের প্রধান নির্বাহী


স্বভাবতই সাকিব আল হাসানের মত টি-টোয়েন্টি লিগের বড় তারকাদের দিকেই মূল নজর। বিদেশি গণমাধ্যমের খবর অনুযায়ী, টুর্নামেন্টে প্রায় ৩০ জন বিদেশি ক্রিকেটার অংশ নেবেন। সাকিব ছাড়াও ভাবনায় আছে এবি ডি ভিলিয়ার্স, ইয়ন মরগান, যুবরাজ সিং, সুনীল নারাইন, ইরফান পাঠান, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, শেন ওয়াটসন, শোয়েব মালিক, শহীদ আফ্রিদির মত তারকাদের নাম।

টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেবে। এর মধ্যে একটি দল হতে পারে পাকিস্তানের। শ্রীলঙ্কার পাঁচটি দলের নামও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। দলগুলো হল- ডাম্বুলা হকস, গল ডলফিনস, জাফনা কোবরাস, কলম্বো লায়ন্স ও কেন্ডি তাসস্কার্স।


২৮ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এলপিএল আয়োজনের পরিকল্পনা করেছি এসএলসি। তবে পরিকল্পনায় একটু পরিবর্তন এনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হওয়ার পরই নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আয়োজন করতে চাইছে শ্রীলঙ্কা। সেক্ষেত্রে এলপিএল মাঠে গড়াবে আগামী নভেম্বরে, পর্দা নামবে ডিসেম্বরে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

এলপিএল থেকে পাঁচ বিদেশির নাম প্রত্যাহার

তৃতীয় দফা পেছালো এলপিএলের নিলাম

নিলামের সূচিসহ আবারো পেছাল এলপিএল

শুধু বাংলাদেশের সিরিজ নয়, পেছাচ্ছে এলপিএলও

এলপিএলের নিলামে সাকিবসহ ‘৫’ বাংলাদেশি