Scores

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ইমরুল কায়েস

ব্যাট হাতে রান করেও যেন ফায়দা হচ্ছে না বাংলাদেশ দলের টপ-অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েসের। জাতীয় দলে উপেক্ষিত থাকছেন তিনি। কিছুদিন আগেই চোট কাটিয়ে ফেরা ইমরুল আবার পড়েছেন ইঞ্জুরিতে, যে কারণে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।

ইমরুল কায়েস

টাইগারদের রঙিন জার্সি সবশেষ গায়ে চাপিয়েছেন সেই ২০১৮ সালে, ওয়ানডে ফরম্যাটে। টি-টোয়েন্টিতে দেশের হয়ে শেষবার মাঠে নেমেছেন ২০১৭ সালের অক্টোবরে। গতবছর ভারত সফরে টেস্ট খেললেও পাঁচদিনের ক্রিকেট থেকে আবার বাদ পড়েছেন পাকিস্তান আর জিম্বাবুয়ের বিপক্ষে।

Also Read - তবুও সতর্ক অবস্থানে বাংলাদেশ দল


মাঝে বিপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ইমরুল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে নেমে প্রায় ৫০ এর মত গড়ে ১৩ ম্যাচে করেছেন ৪৪২ রান। বিপিএলে পাওয়া চোট কাটিয়ে উঠেছেন তিনি। খেলেছেন বাংলাদেশ ক্রিকেট লিগে। সেখানেও ব্যাট হাতে নেহায়েত খারাপ করেননি ৩৩ বছর বয়সী এ ক্রিকেটার। তবুও জাতীয় দলে সুযোগ মেলেনি।

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের জন্য কিছুদিন আগে দলবদল সেরেছেন ইমরুল। গত বুধবার গাজী গ্রুপ ক্রিকেটার্স ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। তবে আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া ডিপিএলের প্রথমদিকের বেশ কয়েক রাউন্ড খেলা হচ্ছে না বাঁহাতি এ ব্যাটসম্যানের।

কিছুদিন আগেই চোট কাটিয়ে ফেরা ইমরুল আবার ইঞ্জুরিতে পড়েছেন। গত সোমবার অনুশীলনের সময় বাঁ-পায়ে আঘাত পেয়েছেন ইমরুল। আপাতত প্লাস্টার করে রাখা হয়েছে পা। জানা গেছে, সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান ইমরুল

“নিজের নামের জন্য নয়, দেশের জন্য ক্রিকেট খেলব”

চার সতীর্থকে নিয়ে ফেসবুক লাইভে আসছেন সাকিব

হাতে ফোসকা পড়ে গেছে ইমরুলের

স্কিল-ফিটনেস বাড়িয়ে নেওয়ার সেরা সুযোগ দেখছেন ইমরুল