Scores

লাইভে আসছেন সাকিব, উত্তর দিবেন ১০ জন কমেন্টকারীর

প্রত্যাবর্তন এখনো হয়নি, কেবল শেষ হয়েছে নিষেধাজ্ঞার মেয়াদ। তাতেই দেশের ক্রিকেটে সাকিব-সাকিব রব। এমন হওয়াটাও স্বাভাবিক। তিনি যে সাকিব আল হাসান! ক্রিকেটে ফেরার আগে ভক্তদের আরেকটি সুখবর দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। নিজের ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে ভক্তদের প্রশ্নের উত্তর দেবেন তিনি।

লাইভে আসছেন সাকিব, উত্তর দিবেন ১০ জন কমেন্টকারীর

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে নিষেধাজ্ঞা থেকে মুক্ত সাকিব। এদিন সন্ধ্যায়ই তিনি জানান লাইভে আসার খবর। যদিও ঠিক কবে বা কখন তার লাইভ সেশনটি অনুষ্ঠিত হবে তা জানাননি সাকিব।

Also Read - নিউ নরমালে হাঁপিয়ে উঠেছেন আর্চার


লাইভ সেশনের আগে সাকিব ভক্ত-সমর্থকদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করেছেন। বাছাইকৃত ১০টি প্রশ্নের উত্তর দিয়েই সাজানো থাকবে তার ইউটিউব লাইভ। নিষেধাজ্ঞা শেষ হুয়ার ক্ষণে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় অভিভূত সাকিব প্রকাশ করেছেন কৃতজ্ঞতাও।

তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। আমার প্রতি সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা দেখে আমি অভিভূত। তাই, আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একটি ইউটিউব লাইভ সেশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। যেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেবো আমি নিজে।’

 

সাকিব জানিয়েছেন, ভক্তদের প্রত্যাশা পূরণেই এখন তার সব মনোযোগ। ফেসবুক পোস্টের শেষে সবার প্রতি ভালোবাসাও প্রকাশ করেছেন তিনি। সাকিব উল্লেখ করেন, ‘যদি প্রশ্ন করতে চান আমাকে, দেরি না করে কমেন্টবক্সে লিখে ফেলুন আপনার প্রশ্নটি। কমেন্ট থেকে বাছাই করে ১০ জন কমেন্টকারীর প্রশ্নের উত্তর দেবো আমি। এই মুহূর্তে আমি ভাবছি শুধুই ক্রিকেটের মাঠে ফিরে আপনাদের প্রত্যাশা কিভাবে পূরণ করবো সেটা নিয়ে। সবার জন্য ভালোবাসা – সাকিব আল হাসান।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

পেসারদের প্রাধান্য দেওয়ার কারণ জানালেন তামিম

সিনিয়রদের নিস্প্রভতায় হতাশ মাহমুদউল্লাহ

চট্টগ্রামের পারফরম্যান্সে বিমোহিত অধিনায়ক মিঠুন

অজুহাত দিতে চান না মাহমুদউল্লাহ

নিরাপত্তা ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণে ঢাকায় ক্যারিবীয় প্রতিনিধিদল