পরিত্যক্ত হলো বাংলাদেশ ও পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি
বিডিক্রিকটাইমের লাইভ রিপোর্টে আপনাকে স্বাগতম। ম্যাচ সংক্রান্ত খুঁটিনাটি সব আপডেট পেতে ফলো করুন থ্রেডটি। লোড হতে সময় নিলে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন ও পেজ রিফ্রেশ করে আপডেটেড থাকুন।
পরিত্যক্ত হলো বাংলাদেশ ও পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি: টানা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত পরিত্যক্তই হলো পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি। এর ফলে ২-০ ব্যবধানে সিরিজ শেষ করলো স্বাগতিক পাকিস্তান। অর্থাৎ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই সিরিজ শেষ করল স্বাগতিকরা।
Current scenario of Gaddafi Stadium. It doesn’t look good at all. #PAKvBAN pic.twitter.com/jMXGIgYDKZ
Also Read - প্লেয়ার্স ড্রাফট শেষে বিসিএলের চার দলের স্কোয়াড— bdcrictime.com (@BDCricTime) January 27, 2020

সুখবর নেই লাহোরে: অনবরত ঝরছে বৃষ্টি। তাছাড়া আবহাওয়ার পূর্ভাবাস অনুযায়ী স্থানীয় সময় বিকাল ৪টার পর সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণের। যার ফলে শঙ্কা জেগেছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সিরিজের শেষ টি-টোয়েন্টি ভেস্তে যাওয়ার।
Football practice is going on… #PAKvBAN pic.twitter.com/rTvfaSkvYw
— bdcrictime.com (@BDCricTime) January 27, 2020

কমছে না বৃষ্টির গতিবেগ। কমপক্ষে ৫ ওভারের কার্টেল ম্যাচের জন্য স্থানীয় সময় ৪.৩০ (বাংলাদেশ সময়ানুযায়ী ৫.৩০) -এর মধ্যে খেলা শুরু হতে হবে। অন্যথায় ম্যাচটি ভেস্তে যাবে।
লাহোরের আকাশে এ মুহূর্তে ঝরছে বৃষ্টি। যার ফলে বিলম্বিত হচ্ছে টস। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়া নিয়েও জেগেছে শঙ্কা।
তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন ও রুবেল হোসেন।
একাদশে আজ একাধিক পরিবর্তন এনে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের। লজ্জা এড়ানোর ম্যাচে সফরকারীদের একাদশে আসতে পারে দুটি পরিবর্তন। আগের ম্যাচে চোটে পড়া সৌম্য সরকারের আজ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সেই সাথে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজুর রহমানকে। চলমান সিরিজে বলার মতো তেমন কিছুই করতে পারেননি এ দুজন।
তাদের পরিবর্তে একাদশে ঢুকতে পারেন নাজমুল হোসেন শান্ত ও রুবেল হোসেন।
Game Day!
??????
?️Gaddafi Stadium Lahore
? 2:00 pm (PKT)
#⃣ #PAKvBAN
LIVE▶️ @TheRealPCB_Live | https://t.co/kui2Ge7iyN pic.twitter.com/YV6kdrgBg1— Pakistan Cricket (@TheRealPCB) January 27, 2020
প্রথম দুই টি-টোয়েন্টি হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আজ ধবলধোলাই এড়ানোর প্রত্যয়ে মাঠে নামছে সফরকারীরা।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।