Scores

লাঞ্চের আগেই সিরিজ খোয়াল বাংলাদেশ

ওয়েলিংটন টেস্টের প্রথম দুই দিন চলে গিয়েছে বৃষ্টির পেটে। এতে ছিল প্রথমবারের মত নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত না হয়ে মাঠ ছাড়ার সুযোগ। কিন্তু হায়, বাংলাদেশ আড়াই দিনেই হেরে গেছে এই ম্যাচ! ওয়েলিংটন টেস্ট পরিণতি দেখেছে পঞ্চম ও শেষ দিনের লাঞ্চ বিরতির আগেই!

লাঞ্চের আগেই সিরিজ খোয়াল বাংলাদেশ

অল্পের জন্য বাংলাদেশ ইনিংস ব্যবধানে হার এড়াতে পারেনি। ২৫ রানে অপরাজিত মোহাম্মদ মিঠুন ৪৭ এবং ১২ রানে অপরাজিত সৌম্য সরকার ২৮ রানে বিদায় নিয়ে শুরু করেন শেষ দিনের উইকেট পতনের। সেই স্রোতে একটু বাধা হয়ে দাঁড়িয়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মিঠুন অর্ধ-শতকের কাছ থেকে ফিরলেও তিনি খালি হাতে ফেরেননি। তামিমের মত তিনিও তুলে নিয়েছেন দুই ম্যাচেই একাধিক অর্ধ-শত বা তারও বেশি রানের ইনিংস। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। লোয়ার অর্ডারদের ব্যর্থতায় টাইগারদের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়েছে কার্যত তাসের ঘরের মতই। ৩ উইকেটে ১১২ রান থেকে সবগুলো উইকেট উধাও ২০৯ রানে!

Also Read - অনুমতি নিয়ে আর্মি ক্যাপ পরেছিলো ভারত: আইসিসি


অবশ্য এই সিরিজে এমন চিত্র নতুন কিছু নয়। নিউজিল্যান্ডের দক্ষ পেস বোলিংয়ের সামনে টাইগাররা দাঁড়াতে পারলে তো! নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট একাই তো যথেষ্ট বাংলাদেশকে দুঃস্বপ্ন এনে দিতে। প্রথম ইনিংসে ৪টি উইকেট শিকার করে ওয়াগনার এই ইনিংসে শিকার করলেন ৫টি উইকেট। আর ৪টি উইকেট শিকার করলেন প্রথম ইনিংসে ৩টি উইকেট শিকার করা বোল্ট।

লাঞ্চের আগেই সিরিজ খোয়াল বাংলাদেশ

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২১১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ৬ উইকেটে ৪৩২ রান নিয়ে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড, যা তাদের এনে দেয় ২২১ রানের লিড। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ইনিংস ২০৯ রানে থেমে গেলে ইনিংস ও ১২ রানের পরাজয় বরণ করে নিতে হয়।

গত ম্যাচের মত এই ম্যাচেও বিধ্বংসী বোলিং করা সত্ত্বেও ম্যাচ সেরার পুরস্কার উঠেনি ওয়াগনারের হাতে। গত ম্যাচের মতই, ২০০ রান করা ব্যাটসম্যানই হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ… (আগের ম্যাচে কেন উইলিয়ামসন, এই ম্যাচে রস টেলর)।

এই জয়ে নিউজিল্যান্ড তিন ম্যাচের সিরিজটি জিতেছে ১ ম্যাচ হাতে রেখেই।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস- ২১১ (৬১ ওভার)
তামিম ৭৪, লিটন ৩৩, সাদমান ২৭
ওয়াগনার ২৮/৪, বোল্ট ৩৮/৩

নিউজিল্যান্ড ১ম ইনিংস- ৪৩২-৬ (.ডি.) (৮৪.৫ ওভার)
টেলর ২০০, নিকলস ১০৭, উইলিয়ামসন ৭৪
রাহী ৯৪/৩, তাইজুল ৯৯/২

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ২০৯ ((৫৬ ওভার)
রিয়াদ ৬৭, মিঠুন ৪৭, সাদমান ২৯
ওয়াগনার ৪৫/৫, বোল্ট ৫২/৪

ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ১২ রানে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন আগারওয়াল

এখনো ইনিংস ঘোষণার কথা ভাবেনি ভারত

শ্রীলঙ্কা দলের কোচ হচ্ছেন মিকি আর্থার!

শ্রীলঙ্কাই যাচ্ছে বাংলাদেশের আগে

ভুল মানছেন মুমিনুল, জানালেন মুস্তাফিজ না থাকার কারণ