Scores

লাল বলের ক্রিকেটে অনীহা পেসারদের!

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে স্লো উইকেট চেয়েছিলো বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। অথচ স্পিন শক্তিতে আফগানরাই ছিলো ঢের এগিয়ে। বাস্তবতা হলো, পাঁচ দিনের ক্রিকেটে প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নেওয়া মত পেসার কই অধিনায়ক সাকিব আল হাসানের দলে! টাইগার পেসার আবু হায়দার রনিতো সরাসরিই জানালেন, লাল বলের ক্রিকেটে অনীহা পেসারদের।

২০১৫-১৬ সালের দিকে একটু চোখ রাখা যাক। সীমিত ওভারের ক্রিকেটে ৪ পেসার নিয়ে দাপট দেখিয়েছে বাংলাদেশ। সাফল্য এসেছে মাঠের ক্রিকেটেও। অথচ সে সময়েও ব্যর্থতার খোলস ছেড়ে বের হওয়া যায়নি টেস্ট ক্রিকেটে। গতবছরের মাঝের দিকে উইন্ডিজ সফরে গিয়ে ক্যারিবিয়ান পেসারদের বোলিং তোপে মাত্র ৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। জবাবে খুব বেশি প্রতিরোধ গড়তে পারেননি বাংলাদেশ দলের পেসাররা।

Also Read - বাংলাদেশের 'এসএমএসের' জবাব নেই নিউজিল্যান্ডের কাছে


সেখান থেকে দেশে ফিরে টাইগারদের তৎকালীন হেড কোচ স্টিভ রোডস জানিয়েছিলেন গতি আছে এমন লম্বাচওড়া কয়েকজন পেসার খুঁজবেন তিনি। বাংলাদেশ দলের বর্তমান হেড কোচ রাসেল ডোমিঙ্গোও বোর্ডের কাছে প্রস্তাব রেখেছেন কয়েকজন ভালো মানের পেস বোলিং খুঁজে বের করার। অথচ সেই পেসাররাই নাকি খেলতে চান না লাল বলের ক্রিকেট।

আগামী নভেম্বর ভারতের মাটিতে প্রথববারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ দল। অথচ সেই দলের বহরে যোগ দেওয়ার মত কোন পেসার নিজেকে প্রমাণ করতে পারেননি জাতীয় দল, এ দল কিংবা এইচপি দলের হয়ে খেলে। আসন্ন জাতীয় ক্রিকেট লিগ থেকে কাওকে যে পাওয়া যাবে সেই আশাটাও ক্ষীণ প্রায়।

আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার পেসার আবু হায়দার রনি জানান, ‘আসলে এখানে আমাদেরও ঘাটতি রয়েছে। আমরা যারা পেস বোলার আছি আমরা হয়তো তেমন গতির বোলার না যে আমরা ১৪০ এর বেশি গতিতে বোলিং করি। আমরা দেখা যায় যারা আছি সবাই ১৩০ কিংবা ১৩৫ এমন গতিতে বোলিং করি।’

‘আমরা দেখা যাচ্ছে পেস বোলাররা হাতে গোনা তিন চারজন বাদ দিলে অনেকেই লাল বলে খেলতে চায় না।  আমরা যারা টেস্ট নিয়ে চিন্তা করি আমাদের উচিত বেশি বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা।’ যোগ করেন তিনি।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

‘এই অবস্থায় টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়’

কেবল বাংলাদেশই ‘শূন্য’

জোরালো হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিলের দাবি!

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম-মুমিনুলদের জন্যই পাকিস্তান দলে পরিবর্তন