লায়নের ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার বড় জয়

প্রকাশিত হয়েছে - 2024-03-03T08:09:52+06:00
আপডেট হয়েছে - 2024-03-03T10:39:42+06:00
ওয়েলিংটনে নাথান লায়নের স্পিনে কুপোকাত হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দুইশ' রানের চৌকাঠ পার করা হয়নি নিউজিল্যান্ডের। সাত উইকেট হাতে রেখে চতুর্থ দিন শুরু করা নিউজিল্যান্ড টিকেছে মাত্র ২৩.৪ ওভার।
লক্ষ্য ছিল ৩৬৯ রানের। ৩ উইকেটে ১১১ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ক্রিজে ছিলেন রাচিন রবীন্দ্র আর ড্যারিল মিচেল। রাচিনকে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে দিনের প্রথম সাফল্য এনে দেন লায়ন। কাট করতে গিয়ে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দেন রাচিন। সাজঘরে ফিরেন নামের পাশে ৫৯ রান নিয়ে।
রাচিন আউট হওয়ার ওভারের শেষ বলে বিদায় নেন টম ব্লান্ডেলও। রানের খাতা খোলার আগেই ফেরত যান ব্লান্ডেল। নিজের পরের ওভারে এসে লায়ন ফেরান গ্লেন ফিলিপ্সকে। ২ রান করে ফিলিপ্স লায়নের বলে এলবিডব্লিউ হলে ১২৮ রানে ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। লায়নের ঘূর্ণিতে দিনের শুরুতেই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় নিউজিল্যান্ড।
সপ্তম উইকেট জুটিতে মিচেল ও স্কট কাগলজিন মিলে ৩৬ রানের জুটি গড়েন। ৪ চারে ২৮ বলে ২৬ রান করা কাগলজিন আউট হন গ্রিনের লাফিয়ে ওঠা এক বলে। এরপর ম্যাট হেনরির ব্যাট থেকে আসে ১৪ রান, জশ হ্যাজলউডের বলে স্লিপে ক্যাচ দেন হেনরি। অধিনায়ক টিম সাউদির উইকেট তুলে নিয়ে ম্যাচে দশ উইকেট পূর্ণ করেন লায়ন।
দলীয় ১৯৬ রানের মাথায় নিজের বলে নিজে ক্যাচ নিয়ে হ্যাজলউড মিচেলকে সাজঘরে পাঠালে সমাপ্তি ঘটে নিউজিল্যান্ডের ইনিংসের। ১৭২ রানের বড় জয় পায় অজিরা। ৮ মার্চ ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।