Scores

লায়নের রেকর্ডময় সিরিজ

টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ প্রধান হুমকি ছিলেন তিনি। হুমকি হওয়ার পূর্ণ যোগ্যতা যে নাথান লায়ন রাখেন, সেই প্রমাণ দিয়েছিলেন ঢাকা টেস্টেই। যদিও ঐ টেস্টে ৯ উইকেট শিকার করেও দলকে এনে দিতে পারেননি জয়।

nathan-lyon-of-australia-celebrates-his-five-wickets-for-the-innings

তবে চট্টগ্রাম টেস্টে লায়ন উঠেছিলেন আরও বিধ্বংসী। দুই ইনিংস মিলিয়ে ১৩ উইকেট শিকার করে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছেন তো বটেই, দলকেও এনে দিয়েছেন সিরিজ সমতাকারী গুরুত্বপূর্ণ জয়। তবে বাংলাদেশ সিরিজ লায়নের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে আরও কয়েকটি কারণে। বল হাতে চমক দেখিয়ে এই সিরিজে যে বেশ কয়েকটি নতুন রেকর্ড গড়েছেন তিনি।

Also Read - জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিবের নতুন কীর্তি


চলুন পাঠক, এক নজরে দেখে নেওয়া যাক চট্টগ্রাম টেস্ট ও এই সিরিজে লায়নের গড়া রেকর্ডগুলো।

  • চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে লায়নের বোলিং ফিগার ছিল যথাক্রমে ৯৪/৭ ও ৬০/৬। মোট উইকেট শিকার করেছেন ১৩টি, বাংলাদেশের বিপক্ষে যেকোনো বোলারের পক্ষে যা সর্বোচ্চ। এর আগে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচে সর্বোচ্চ উইকেট পাওয়ার রেকর্ডটি ছিল রেকর্ডের আরেক বরপুত্র শ্রীলঙ্কান ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরনের। ২০০৭ সালে ক্যান্ডি টেস্টে ৮২ রান খরচ করার বিনিময়ে তিনি শিকার করেছিলেন ১২তি উইকেট।
  • ১৩ উইকেট শিকারও অস্ট্রেলিয়ান কোনো বোলারের জন্য এশিয়ার নতুন রেকর্ড। এর আগের রেকর্ড ছিল স্টিভেন ও’কিফের। চলতি বছরই পুনে টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে ৭০ রানের খরচায় ১২ উইকেট নিয়েছিলেন তিনি, যা ছিল এতদিন এশিয়ায় কোনো অস্ট্রেলিয়ান বোলারের সেরা ফিগার।
  • সিরিজের প্রথম টেস্ট অর্থাৎ ঢাকা টেস্টে ক্যারিয়ারের ২৪৮তম টেস্ট উইকেট শিকারের মাধ্যমে লায়ন বনে যান নিজ দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিস্পিন বোলার এবং শীর্ষ অফ স্পিন বোলার। ঐ টেস্টে কিংবদন্তী রিচি বেনোকে পেছনে ফেলার গৌরব অর্জন করেন তিনি।
  • দুই ম্যাচের এই টেস্ট সিরিজে লায়নের মোট শিকার ২২টি উইকেট। দুই ম্যাচের টেস্ট সিরিজে কোনো অস্ট্রেলিয়ানের সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড এটি। এতে দ্বিতীয় স্থানে চলে গেছে বহু পুরনো এক রেকর্ড। ১৮৮৭ সালে জেমস ফেরিস ইংল্যান্ডের বিপক্ষে শিকার করেছিলেন ১৮ উইকেট। আরেকটু হলে বিশ্বরেকর্ডই স্পর্শ করতে পারতেন লায়ন। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২৩ উইকেট শিকার করেছিলেন লঙ্কান ক্রিকেটার রঙ্গনা হেরাথ, যা এখনও টিকে আছে এই ক্যাটাগরির শীর্ষস্থানে।
  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

মুশফিকের চোখে রিয়াদই সাকিবের বিকল্প

‘এই সময়টায় ফেইসবুকে কম যাওয়ার চেষ্টা করি’

মুশফিককে নিয়ে বোর্ড সভাপতির উল্টো দাবি!

বোলিংয়েই সব মনোযোগ তাইজুলের