
শেষ হয়েছে আইপিএলের লিগ পর্বের খেলা। তাতে চারটি দল নিশ্চিত করেছে প্লে-অফে অংশগ্রহণ, আর চারটি দলের আইপিএল যাত্রা শেষ হয়েছে লিগ পর্বেই।
এবারের পয়েন্ট টেবিলে পয়েন্ট অর্জনের দিক থেকে শীর্ষ দল ও তলানির দলের মধ্যে বেশ পার্থক্য থাকলেও টেবিলে পাশাপাশি অবস্থান করা দলগুলোর মধ্যে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দল সমান পয়েন্ট নিয়েও পড়েছে রান রেটের হিসাবের ক্যালকুলেটরে। আর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দল সমান সংখ্যক জয় পেলেও সেই রান রেটের হিসাবই একটি মাত্র দলকে দিয়েছে প্লে-অফে খেলার মর্যাদা।
মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও দিল্লী ক্যাপিটালস তিনটি দলই ৯টি করে জয় পেয়েছে এবং হেরেছে ৫টি ম্যাচে। সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব ৬টি ম্যাচে জিতেছে, হেরেছে ৮টি ম্যাচে। রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫টি ম্যাচে জিতেছে, হেরেছে ৮টি ম্যাচে; দুই দলের মধ্যকার একটি লড়াই ছিল অমীমাংসিত।
একনজরে দেখে নেওয়া যাক আইপিএলের দ্বাদশ আসরের সদ্য সমাপ্ত লিগ পর্বের পয়েন্ট টেবিল
ক্রমিক | দল | ম্যাচ | জয় | পরাজয় | রান রেট |
১ | মুম্বাই ইন্ডিয়ান্স | ১৪ | ৯ | ৫ | ০.৪২১ |
২ | চেন্নাই সুপার কিংস | ১৪ | ৯ | ৫ | ০.১৩১ |
৩ | দিল্লী ক্যাপিটালস | ১৪ | ৯ | ৫ | ০.০৪৪ |
৪ | সানরাইজার্স হায়দরাবাদ | ১৪ | ৬ | ৮ | ০.৫৭৭ |
৫ | কলকাতা নাইট রাইডার্স | ১৪ | ৬ | ৮ | ০.০২৮ |
৬ | কিংস ইলেভেন পাঞ্জাব | ১৪ | ৬ | ৮ | -০.২৫১ |
৭ | রাজস্থান রয়্যালস | ১৪ | ৫ | ৮ | -০.৪৪৯ |
৮ | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ১৪ | ৫ | ৮ | -০.৬০৭ |
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।