
টেস্টে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো নেই, বিশেষ করে বিদেশের মাটিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে এবারও সবাই ভেবেছিলেন- হয়ত পুরনো রুপেই দেখা যাবে টাইগারদের। তবে এমন ভাবনা এসেছিল যাদের মাথায়, তাদের ভুল প্রমাণ করেছেন মুমিনুল-লিটনরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের দাপট অব্যাহত রয়েছে তৃতীয় দিনেও। চারটি হাফসেঞ্চুরিতে বাংলাদেশ পেয়ে গেছে লিডের দেখাও। এশিয়ার বাইরে পরে ব্যাট করে এবারই প্রথম লিড পেয়েছে বাংলাদেশ।
নতুন বছরের শুরুতে বাংলাদেশের এই পারফরম্যান্স বিনোদন দিচ্ছে ক্রিকেটপ্রেমীদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্ট শুরুর আগে নিউজিল্যান্ড-বাংলাদেশ লড়াইয়েই দৃষ্টি ছিল ভারতের দুই বিশ্লেষক হার্শা ভোগলে ও আকাশ চোপড়ার। লিটনদের ব্যাটিংয়ে তারা দুজনই প্রকাশ করেছেন মুগ্ধতা।
Delighted to see that the promise seen in Liton Das is beginning to flower.
— Harsha Bhogle (@bhogleharsha) January 3, 2022
টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের জন্য ধুঁকতে থাকা লিটন টেস্টে আছেন দারুণ ছন্দে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ভালো করার পর নিউজিল্যান্ডের মাটিতে এসেও ধরে রেখেছেন সেই ছন্দ। লিটনকে এভাবে খেলতে দেখে মুগ্ধ হার্শা।
এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘লিটনের প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে পাওয়া অনেক আনন্দের।’ লিটন ৮৬ রান করে সাজঘরে ফেরার পর সেই টুইটে তিনি মন্তব্য করেছেন, ‘তাতেও তার প্রতিজ্ঞার পরিস্ফুটন কমে যাচ্ছে না।’
Bangladesh has taken the first-innings lead…with six wickets still in hand. Quite an achievement. A little over two days of play left…could be an exciting Test match. #NZvBan
— Aakash Chopra (@cricketaakash) January 3, 2022
এদিকে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া মনে করছেন, বাংলাদেশের এমন পারফরম্যান্সের পর বাকি দুই দিনে মাউন্ট মঙ্গানুই টেস্ট অনেক রোমাঞ্চকর এক ম্যাচে রূপ নিতে চলেছে।
তিনি লিখেছেন, ‘বাংলাদেশ প্রথম ইনিংসে লিড পেল তাও ৬ উইকেট হাতে রেখে। এটা দারুণ অর্জন। এখনও দুই দিনের মত খেলা বাকি। এটা হয়ত রোমাঞ্চকর এক ম্যাচ হতে যাচ্ছে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।