Scores

“লিটনের ব্যাটিং এত সুন্দর, দেখতেই থাকি”

সময় গড়ানোর সাথে সাথে বাংলাদেশ দলে উঠে আসছেন অনেক প্রতিভাবান ব্যাটসম্যান। তবে লিটন দাসের কথা আলাদা করে বলা যেতেই পারে। ডানহাতি এই ওপেনার খ্যাতি পেয়েছেন তার ব্যাটিং শৈলী দিয়ে।

ফর্ম ফেরানোর টনিক কী, জানালেন লিটন

কারও কারও মতে, লিটনের ব্যাটিং ‘চোখের শান্তি’। বাংলাদেশে তার মত স্বভাবজাত ব্যাটসম্যানের সংখ্যাটা হয়ত হাতেগোনা। নিজের দারুণ ব্যাটিং শৈলী ব্যবহার করে লিটন ক্রমশ পরিণত হয়ে উঠছেন। করোনাভাইরাসের কারণে খেলা বন্ধের ঠিক আগে গড়েছেন ওয়ানডেতে দেশের সর্বোচ্চ রানের ইনিংস সাজানোর কীর্তি।

Also Read - কেকেআরের শিরোপা জয়ে সাকিবের অবদান স্মরণসেই লিটনের ব্যাটিংয়ে নাসির হোসেন এতটাই মুগ্ধ যে, লিটন ব্যাটিং করার সময় তিনি দৃষ্টি সরান না। সম্প্রতি বিডিক্রিকটাইম এর সাথে লাইভ আলাপচারিতায় লিটনের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন এই জনপ্রিয় অলরাউন্ডার।

নাসির জানান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল- এই তিন সিনিয়রের পাশাপাশি তাকে মুগ্ধ করে লিটনের ব্যাটিং।

নাসির বলেন-

‘সাকিব ভাইর খেলা তো অবশ্যই ভালো লাগে, তার কথা না বললেই নয়। ব্যাটিংয়ের দিক থেকে মুশফিক ভাইয়ের ব্যাটিং ভালো লাগে, তামিম ভাইয়ের ব্যাটিং ভালো লাগে। আমার খুব সুন্দর লাগে লিটনের ব্যাটিং। লিটন ব্যাট করার সময় দেখলে ইচ্ছা করে দেখতেই থাকি। ওর ব্যাটিং এত সুন্দর লাগে আমার কাছে।’

প্রিয় ক্রিকেটারের সংখ্যা নেহাত কম নয়। তবে কাউকে অনুসরণ করে তার মত পারফর্ম করতে চান না নাসির। বরং খেলতে নামলে দলের পক্ষে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা থাকে তার।

তিনি বলেন, ‘পারফর্ম করার ক্ষেত্রে আমি তো চাই ব্যাটিংয়ে নেমে একশ করব, বোলিংয়ে যাব দশটা উইকেট পাব। কিন্তু এটা তো হয় না।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ছক্কা মেরে আফ্রিদিকে বল কুড়িয়ে আনতে বলেছিলেন নাসির

সাকিবের প্রতিটি কথাই সতীর্থদের কাছে ‘মূল্যবান’

বাংলাদেশ দলে একজন শেন ওয়ার্নের আক্ষেপ নাসিরের

জাতীয় দলে ফেরা নিয়ে নাসিরের ভাবনা

ওয়ার্নার যোদ্ধা, গেইল থেকে শেখার কিছু নেই: নাসির