লিডের আগেই ৪ উইকেট নেই বাংলাদেশের, লড়ছেন জাকির
দলের হাল ধরেছেন জাকির; অপর প্রান্তে একে একে সাজঘরে শান্ত, মুমিনুল, সাকিব ও মুশফিক।

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2022-12-24T11:36:41+06:00
আপডেট হয়েছে - 2022-12-24T11:45:32+06:00
Bangladesh vs India
Shere Bangla National Stadium, Mirpur

Bangladesh
227/10 (73.5) 231/10 (70.2)

India
314/10 (86.3) 145/7 (47)
India won by 3 wickets
ম্যান অব দ্য ম্যাচ | Ravichandran Ashwin (India) |
চট্টগ্রামের মতো ঢাকা টেস্টেও স্বস্তিতে নেই বাংলাদেশ। বিনা উইকেটে ৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা টাইগাররা লিডের দেখা পাওয়ার আগেই হারিয়ে ফেলেছে ৪ উইকেট। ফলে ভারত দেখছে জয়ের স্বপ্ন। প্রবল চাপের মুখে বাংলাদেশের হয়ে লড়ছেন তরুণ ব্যাটার জাকির হাসান, ক্রিজে তার সঙ্গী লিটন দাস।
বাংলাদেশের জড়ো করা ২২৭ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস থামে ৩১৪ রানে। এতে লোকেশ রাহুলের দল পায় ৮৭ রানের লিড। ২য় দিনের শেষভাগে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান দেখেশুনে দিনের খেলা শেষ করেন।
তবে নতুন দিনে শান্ত বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ৩১ বলে ৫ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে তিনি বোল্ড হলে উইকেট পতনের সূচনা। ৯ ইনিংস পর দুই অঙ্কের দেখা পাওয়া মুমিনুল হক আবারও এক অঙ্কের ঘরে ধরেন সাজঘরের পথ, ৯ বলে ৫ রান করে।
এমনকি অধিনায়ক সাকিব আল হাসানও থিতু হওয়ার চেষ্টায় ব্যর্থ হন। ৩৬ বল খেলে একটি চারের সহায়তায় ১৩ রান আসে তার ব্যাট থেকে। মোহাম্মদ সিরাজ মুমিনুলকে ও জয়দেব উনাদকাট সাকিবকে শিকার করেন।
লাঞ্চের আগমুহূর্তে মুশফিকুর রহিমকেও বিদায় নিতে হয়। অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হলে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। তার বিদায়ে ক্রিজে এসেছেন লিটন দাস।
শান্ত, মুমিনুল, সাকিব, মুশফিকরা সাফল্য না পেলেও চট্টগ্রামে নিজের অভিষেক টেস্টে শতক হাঁকানো ওপেনার জাকির দৃঢ়তার পরিচয় দিচ্ছেন এবারও। ৯৬ বলে ৫টি চারে ৩৭ রান করে অপরাজিত আছেন তিনি। লিটন ৭ বল মোকাবেলা করে এখনও রানের খাতা খুলেননি।
বাংলাদেশ এখনও ভারতের চেয়ে ১৬ রানে পিছিয়ে আছে। ৩য় দিনের ১ম সেশন শেষে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৭১ রান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।