██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

লিভিংস্টোনের তুফানে ভেস্তে গেল হোপের শতক

লিভিংস্টোনের তুফানে ভেস্তে গেল হোপের শতক

প্রকাশিত হয়েছে - 2024-11-03T04:03:15+06:00

আপডেট হয়েছে - 2024-11-03T04:03:15+06:00

এ যেন দুই অধিনায়কের লড়াই! দুই দলের দুই অধিনায়কই তুলে নিয়েছেন সেঞ্চুরি। ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সেঞ্চুরির আনন্দ মলিন করে দলকে জয়ের আনন্দে ভাসিয়েছেন ইংলিশ অধিনায়ক লিয়াম লিভিংস্টোন। লিভিংস্টোনের নৈপুণ্যে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। 


নর্থ সাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। দলীয় ১২ রানের মাথায় দুই ওপেনার হাঁটা দেন প্যাভিলিয়নে। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্র্যান্ডন কিংয়ের উইকেট তুলে নিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে উইকেটের খাতা খোলেন জন টার্নার। নিজের পরের ওভারে এসে এভিন লুইসকেও ফেরান টার্নার। লেগ স্টাম্পের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে দেন লুইস।

দুই ওপেনারের ব্যর্থতার প্রভাব স্কোরবোর্ডে পড়তে দেননি কিসি কার্টি আর শাই হোপ। তাদের ১৪৩ রানের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ৬২ বলে অর্ধশতক তুলে নেন কার্টি, হোপকে খেলতে হয় ৬৬ বল। কার্টিকে ফিরিয়ে উইকেটের জন্য ইংল্যান্ডের অপেক্ষার অবসান ঘটান আদিল রশিদ। রশিদের গুগলিতে বোল্ড হন কার্টি, ফিরেন নামের পাশে ৭৭ বলে ৭১ রান নিয়ে।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

এরপর শেরফেন রাদারফোর্ড আর হোপ মিলে হাল ধরেন ওয়েস্ট ইন্ডিজের। হাত খুলে খেলতে থাকেন রাদারফোর্ড। এ জুটি ৫৭ বল খেলে তুলে ৭৯ রান। ৪ চার আর ৩ ছক্কায় ৩৬ বলে ৫৪ রানের আগ্রাসী ইনিংস খেলে রাদারফোর্ড আউট হন ৪০তম ওভারে। লিভিংস্টোনের বলে তুলে মারতে যান তিনি, অসাধারণ ক্যাচ নেন ডেন মুজলি। 

রাদারফোর্ডের এনে দেওয়া মোমেন্টাম ধরে রাখেন শিমরন হেটমেয়ার। ৩ ছক্কা মারা হেটমেয়ার ১১ বলে করেন ২৪ রান। তার এ ক্যামিও ইনিংসের সমাপ্তি ঘটে রশিদের বলে জোফরা আর্চার ক্যাচ নিলে। হেটমেয়ারের বিদায়ের পর তুলনামূলক মন্থর হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। পরের ৫ ওভারে রান হয় মাত্র ৩৪। এর মাঝে ম্যাচের সবচেয়ে মিতব্যায়ী বোলার আর্চারের শিকার হয়ে বিদায় নেন হোপ। ১২৭ বলে তার ১১৭ রানের ইনিংস সাজানো ছিল ৮ চার আর ৪ ছক্কায়।

শেষ ২ ওভারে বোর্ডে ২৭ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। এখানে বড় অবদান রাখেন ৩ ছক্কায় ১২ বলে ২৩ করে অপরাজিত ঠ্যাকা ম্যাথু ফোর্ড। চেজ অপরাজিত ছিলেন ২২ বলে ২০ রান করে।

৩২৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে উইল জ্যাকস আর ফিল সল্ট দলকে দেন ৩৭ রানের ভিত। ফোর্ডের বলে ১২ করে ক্যাচ তুলে দেন জ্যাকস। তিনে নামা জর্ডান কক্স ছিলেন না সাবলীল, ১৯ বলে ৪ করে বিদায় নেন। এক প্রান্ত আগলে রাখেন ফিল সল্ট। জ্যাকব বেথেলকে সাথে নিয়ে যোগ করেন ৪৪ রান। ৫৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে ফোর্ডের দ্বিতীয় শিকার হন সল্ট।

এরপর বেথেলকে নিয়ে হাল ধরেন লিভিংস্টোন। শুরুতে লিভিংস্টোন ছিলেন সাবধানী। দ্রুতগতিতে রান না তুলে ক্রিজে থিতু হওয়ার দিকে নজর ছিল তার। বেথেলের সাথে ৫৩ রানের জুটি ভাঙে ৫৭ বলে ৫৫ করা বেথেল চেজের বলে লং অফে ক্যাচ দিলে।

সময়ের সাথে সাথে হাত খুলতে থাকেন লিভিংস্টোন। শেষ ৬০ বলে ইংল্যান্ডের দরকার ছিল ১০০ রান যা ইংল্যান্ড করে ফেলে ৪৫ বলেই।

৪১তম ওভারে মোটির বলে চার আর ছক্কা মেরে লিভিংস্টোনের বিস্ফোরক হওয়ার সূচনা। সেখান থেকে শুরু হয় তুফান! মোটির পরের ওভারে লিভিংস্টোন মারেন ২ ছয়। এরপর জেইডেন সিলসের ৪৫তম ওভারে যোগ হয় ২৬ রান। এক্সট্রা কাভার দিয়ে চার মেরে শুরু করেন, ঐ অঞ্চল দিয়েই মারেন দুই ছক্কা। ওভার শেষ করেন মিড উইকেট দিয়ে চার মেরে। এ ওভারের পর ম্যাচ পুরোপুরি চলে আসে ইংল্যান্ডের দিকে।

৬০ বলে ৫০ করা লিভিংস্টোন ১০০ রান করেন ৭৭ বলে। ৫২ করে কারান বিদায় নিলেও থামেনি লিভিংস্টোনের ঝড়। এরপর তা বয়ে যায় অভিষিক্ত শামার জোসেফের ওপর দিয়ে। তার ওভারে ছক্কা মারেন তিনটি, চার মারেন একটি। ৪৭ ওভার ৩ বলেই ম্যাচ শেষ করে ফেলে ইংল্যান্ড। ৮৫ বলে ১২৪ রান করে অপরাজিত থাকেন লিভিংস্টোন। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ হবে ৫ নভেম্বর। 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.