লিস্ট-এ ক্যারিয়ারে তামিমের ছয় হাজার রান
বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল খান গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে অর্ধশত রান করে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে লিস্ট-এ তে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
এই ম্যাচের আগে ছয় হাজার রানে ক্লাবে প্রবেশ করতে তামিমের প্রয়োজন ছিল ৩৮ রান। টসে হেরে গাজী গ্রুপের অধিনায়ক অলক কাপালী আবাহনীকে ব্যাটিং এ পাঠায়।বিকেএসপি’র ৩ নাম্বার মাঠে তামিম এই মাইলফলক স্পর্শ করেন। লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম কোনো ব্যাটসম্যান এই কীর্তি করলেন।
Also Read - ফতুল্লায় স্পোর্টিং উইকেটের আশা করছেন আল-আমিনপাশাপাশি এবারের ডিপিএলের আসরে চতুর্থ অর্ধশত করে ৫৫ রানে আউট হয়েছেন তামিম। লিস্ট-এ ক্রিকেটে তামিমের বর্তমান রান ৬০১৭। ১৮৮ ম্যাচের ১৮৭ ইনিংসে ৩২.১৮ গড়ে করেছেন এই রান। যাতে ৮ টি শতকের পাশাপাশি রয়েছে ৪১ টি অর্ধশত।
তামিমের পরে ৫৯০৩ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন মুশফিকুর রহিম।