Scores

লুইসে অনাগ্রহ, নতুন কোচ চূড়ান্তের দ্বারপ্রান্তে বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ জন লুইসের সাথে চুক্তি নবায়ন করতে আগ্রহী নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসাথে বাংলাদেশ জাতীয় দলের জন্য নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিতে চলেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

লুইসে অনাগ্রহ, নতুন কোচ চূড়ান্তের দ্বারপ্রান্তে বিসিবি -

বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, লুইসকে নতুন করে কোচ হিসেবে পেতে আগ্রহী নন অনেক ক্রিকেটার। তাই তার সাথে চুক্তি নবায়নে আগ্রহ নেই বোর্ডেরও। যদিও তার বিচ্যুতি এখনও চূড়ান্ত নয়। তবে নতুন কোচের নামও জানা যেতে পারে ৩-৪ দিনের মধ্যে।

Also Read - এশিয়া থেকেই আসছেন নতুন স্পিন কোচ

আকরাম বলেন, ‘আমাদের ব্যাটিং কোচ এখনও জন লুইস আছে। ওর ব্যাপারে অনেকে আগ্রহ দেখাচ্ছে আবার অনেকে আগ্রহ দেখাচ্ছে না। প্রথমে ওর সিদ্ধান্তটা আমরা নেব, আর ওকে আমরা রাখব কি রাখব না।’

আকরাম জানান, ব্যাটিং কোচ পদের জন্য যে কয়জনের সাথে কথাবার্তা চলছে তাদের মধ্যে আছেন পুরনো একজন কোচ। ক্রিকেট অঙ্গনে গুঞ্জন, জাতীয় দলের সাবেক কোচ জেমি সিডন্স আবারও ফিরতে চলেছেন। যদিও বিসিবি বা দায়িত্বশীল কোনো সূত্র সিডন্স বা কারও নাম প্রকাশ করেনি।

আকরাম বলেন, ‘যদি আমরা লুইসকে না রাখি তাহলে আমাদের দুই-তিনজন শর্ট লিস্টেড আছে। এর মধ্যে একজন আছেন যিনি আগেও বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন। এটা মনে হয় আরও তিন-চার দিন সময় লাগবে, এর মধ্যেই আমরা চূড়ান্ত করে ফেলবো।’

বেশ লম্বা সময় বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন নেইল ম্যাকেঞ্জি। হঠাৎ প্রোটিয়া এই কোচ বিদায় নিলে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কোচ ক্রেইগ ম্যাকমিলানকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু বাবার মৃত্যুর কারণে তিনি তখন আসতে পারেননি। এরপর নিয়োগ পান ইংলিশ কোচ লুইস।

দুইটি সিরিজের জন্য (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ ও নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ) জন্য নিয়োগ দেওয়া হয়েছিল লুইসকে। দ্বিতীয় সিরিজটি শুরু হওয়ার আগে তার চুক্তি নবায়ন করা হয় শ্রীলঙ্কা সফর ও লঙ্কানদের বিপক্ষে হোম সিরিজ পর্যন্ত।

Related Articles

আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, ‘২’ দিনের কোয়ারেন্টিন

ব্যবসা করি নিজের ইচ্ছায়, সমালোচনা কেয়ার করি না : আকরাম

অস্ট্রেলিয়া সিরিজ মাঠে গড়াবে ২ থেকে ৮ আগস্ট

গণমাধ্যমের ‘ভুল’ ভাঙালেন আকরাম

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল