Scores

লোকসান পোষাতে ইসিবির ৬২ জন ছাঁটাই

মহামারী করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে ক্ষতির শিকার হয়েছে ক্রিকেট বোর্ডগুলো। তাদের মধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্ষতি হয়ে গিয়েছে ১০০ মিলিয়ন পাউন্ড। এই ক্ষতি কাটিয়ে উঠার জন্য খরচ কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে ইসিবি।

 পরিকল্পনার অংশ হিসেবে কর্মশক্তির খাতের বাজেট ২০ শতাংশ কমানো হবে। এ জন্য ছাঁটাই করা হবে ৬২ জন কর্মীকে।ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন এক বিবৃতিতে বলেন, “এই খেলাটি ইতোমধ্যে ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি লোকসান করেছে। অনেকেই ধারণা করছে যে আগামী বছরেও এ ব্যাঘাত থাকলে লোকসান ২০০ মিলিয়ন পাউন্ড হতে পারে।”

তিনি আরও বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমরা ইসিবির অবকাঠামো ও তহবিল মূল্যায়ন করেছি যেন আমাদের লক্ষ্য অপরিবর্তিত রেখে তহবিল কমাতে পারি।”“প্রস্তাবের মধ্যে রয়েছে ২০ শতাংশ ওয়ার্কফোর্স বাজেট কমানো, যার অধীনে ৬২ কর্মী ছাঁটাই করা হবে।”

খরচ কমাতে গিয়ে ক্রিকেটারদের বেতন হ্রাস করা হবে কিনা- এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ইসিবি। তবে এখনো সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকসও মনে করছেন ক্রিকেটাররা বেতন হ্রাসের মুখোমুখি হতে পারেন।

এ বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১০০ বল প্রতি ইনিংসের ম্যাচের দি হান্ড্রেড টুর্নামেন্ট। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত করে দেওয়া হয়েছে। ২০২১ সালে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। এ টুর্নামেন্ট থেকে ১১ মিলিয়ন পাউন্ড লাভ করার আশা করছে ইসিবি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ভারতের কোচ হওয়ার দৌড়ে কুম্বলে-লক্ষ্মণ

কোহলির নেতৃত্ব ছাড়ার ধরনে বিরক্ত কপিল

ভালো পারফর্ম করে ক্ষোভ-হতাশা দূর করো, ক্রিকেটারদের রমিজ

নিউজিল্যান্ডের সফর বাতিল ভারতের ‘উস্কানি’তে, দাবি পাকিস্তানের

অবসরে বিপিএল-ডিপিএল মাতানো পিটার ট্রেগো