‘লোভের বশে’, ‘লুকিয়ে’ ডিপিএল খেলেছেন সাইফউদ্দিন!
বিশ্বকাপে দলের অন্যতম প্রাণভ্রমরা ছিলেন তিনি। তবে শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি আততায়ী চোটের কারণে। এই চোট তাকে ভোগাচ্ছিল দীর্ঘদিন ধরেই। তবে ‘পাত্তা না দিয়ে’ খেলে যাচ্ছিলেন, তাতেই বেঁধে বিপত্তি।
চিকিৎসকদের মতে, চোট নিয়েও খেলা চালিয়ে যাওয়া কাল হয়েছে সাইফউদ্দিনের। জাতীয় দলের এই তরুণ অলরাউন্ডার পড়েছেন বড় ধরণের ইঞ্জুরিতে। সহসাই সেই চোট সেরে ওঠার সম্ভাবনা নেই। আর তাই ক্রিকেট অঙ্গনে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ।
এবার মুখ খুলেছেন খোদ সাইফউদ্দিনও। তিনি স্বীকার করেছেন, ভালো ফর্মের লোভে তিনি চোট লুকিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল), যেখানে ডালপালা বেঁধেছে তার চোটটি।
বিশ্বকাপের আগে সাইফউদ্দিন ব্যস্ত ছিলেন ডিপিএলে। ঢাকা আবাহনীর হয়ে বল হাতে ছিলেন দুর্দান্ত ফর্মে। সেই ভালো ফর্মের লোভ সামলাতে না পেরে খেলা চালিয়ে গেছেন চোট লুকিয়েও। এর আগেও একবার আলোচনার টেবিলে উঠে এসেছিল সাইফউদ্দিনের চোট লুকানোর বিষয়টি। এবার তিনি নিজেই তা স্বীকার করে নিলেন।
রবিবার (৪ আগস্ট) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তরুণ এই ক্রিকেটার জানান, ডিপিএলে নিজের ভালো ফর্মের কারণে চোটে বাঁধা পেয়ে খেলায় বিরতি টানার ইচ্ছা ছিল না তার।
সাইফউদ্দিনের সরল স্বীকারোক্তি-
‘যেকোনো ম্যাচ খেলতেই আমি উপভোগ করি। আর সবচেয়ে বড় কথা তখন আমি খুব ফর্মে ছিলাম। যেটা চাচ্ছিলাম সেটাই হচ্ছিল। লিস্ট এ ক্রিকেটে আমার ৫ উইকেট ছিল না, এ বছর আমি সেটার দেখা পেয়েছি। এজন্য আমি লোভটা সামলাতে পারিনি।’
সাইফউদ্দিনের চোট সারাতে শীঘ্রই যেতে হবে ইংল্যান্ডে। তার চোট সারাতে যে চিকিৎসা প্রয়োজন তার ব্যবস্থা বাংলাদেশেই নেই।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।