Scores

লোয়ার অর্ডারেই মনোযোগ ও’নীলের

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজকে সামনে রেখে মিরপুরে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। আর তাতে কোচিং স্টাফের নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান মার্ক ও’নীল। তিনি মূলত কাজ করবেন লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে।

জুলাইয়ের শেষদিকে শিষ্যদের সাথে যোগ দেওয়া ও’নীল প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সহায়তায় ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। তার অধীনে দ্বিতীয় দিনের অনুশীলন খেলোয়াড়েরা শুরু করেন জিমনেশিয়ামে ঘাম ঝরানোর মাধ্যমে।

Also Read - বড় জয়ে ফের সিরিজে এগিয়ে ইংল্যান্ড


এর পরপরই শুরু হয় ব্যাটিং ও বোলিংয়ের জন্য পৃথক সেশন। ব্যাটিং অনুশীলন মূলত সীমাবদ্ধ ছিল নেটে, সেখানে নিবিড়ভাবে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে কাজ করেছেন নতুন কোচ।

এ সময় প্রত্যেক খেলোয়াড়কে আলাদাভাবে ব্যাটিং প্র্যাকটিস করান ও’নীল। খেলোয়াড়েরাও নতুন কোচের কথায় সাড়া দিয়েছেন সানন্দে। লোয়ার অর্ডারদের বেশি বেশি ব্যাটিং অনুশীলন করার উপর জোরদার করার পাশাপাশি তাদের অনেক পরামর্শও দিয়েছেন কোচ। বিশেষ গুরুত্ব দিয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলামকে।

এদিকে আরেক লোয়ার অর্ডার ব্যাটসম্যান ও পেস বোলার রুবেল হোসেন সোমবার ক্যাম্পে যোগ দিয়েছেন। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা রুবেল নেটে কিছুক্ষণ বোলিংও করেছেন। তিনি জানিয়েছেন, আপাতত ষাট ভাগ সেরে উঠেছেন তিনি।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

কতটুকু অভিজ্ঞ নতুন ব্যাটিং কোচ!