Scores

শক্তিমত্তায় এগিয়ে, তবুও সোহানদের ভয় নেই দোলেশ্বরের

প্রাইম দোলেশ্বর একটা সময় নিজেরাও হয়ত ভাবেনি, এই আসরের ফাইনালে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনেকটা অবিশ্বাস্যভাবে জিতে বাকি দুই দলের সমান একটি করে জয় নিয়েও সেমিফাইনালে। সেমিফাইনালেও আরেকটি মাটি কামড়ানো লড়াই, আরও একটি জয়।

শক্তিমত্তায় এগিয়ে, তবুও সোহানদের ভয় নেই দোলেশ্বরের

দলের এমন সাফল্যে অবশ্য বড় অবদান অধিনায়ক ফরহাদ রেজার। তার অলরাউন্ড নৈপুণ্যেই দুটি কার্যকরী জয় এসেছে আসরে। ফাইনাল ম্যাচকে সামনে রেখে যথারীতি তার দিকেই তাকিয়ে আছে দল। যদিও শক্তিমত্তা বিচারে দোলেশ্বরের চেয়ে পরিস্কারভাবে এগিয়ে আছে প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের দিনে জিততে পারে যেকোনো দলই, এই কারণে শক্ত প্রতিপক্ষকেও ভয় পাচ্ছেন না দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা।

Also Read - এবার খালি হাতে ফিরতে চান না সোহান


ফরহাদ রেজা জানালেন, ‘আসলে ক্রিকেটে সবই সম্ভব। ওরা অনেক ভালো টিম। লাস্টে ওরা অনেক ভালো খেলছে।’

শেখ জামালের শক্তির জায়গা ব্যাটিং। আর টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটসম্যানরা দাঁড়িয়ে গেলেই সহজ হয়ে যায় জয়। তবে নিজেদের কাজ ঠিকমত করে ভালো কিছু করারই প্রত্যয় ফরহাদ রেজার, ‘জিয়া ভাই আছে, কিছু পাওয়ার প্লেয়ার আছে। অবশ্যই আমরা চাইব আমাদের কাজগুলো ঠিকমতো করতে, দেখা যাক কী হয়।’

দুই দলকেই একই কাতারে রেখে তিনি বলেন, ‘দুটি দলই সমান, টি-টোয়েন্টি খেলায় যেদিন যে ভালো খেলবে সে-ই জিতবে।’

বিপিএল ছাড়া এদেশের ক্রিকেটাররা টি-টোয়েন্টি খেলার সুযোগ পান না। আর তাই ডিপিএল টি-টোয়েন্টিকে সবাই নিয়েছেন আগ্রহের সাথে। ফরহাদ রেজা বলেন, ‘বিপিএলে আমরা খুব কম সুযোগ পাই। সমস্যা হল আমরা খুব কম ম্যাচ খেলি। যারা বিদেশি আসে তারা সবসময় টি-টুয়েন্টি খেলেই আসে।’

ডিপিএল খেলে নিজেদের উন্নতির সুযোগও দেখছেন আসরের অন্যতম সেরা পারফরমার। তিনি বলেন, ‘আমরা এই ফরম্যাটে প্রতি বছর ছয়টা, আটটা, দশটা, এর বেশি ম্যাচ খেলি না। আমরা যদি বিপিএলের আগে আট-দশটা ম্যাচ খেলতে পারি, দেখবেন যে আমাদের খেলাও উন্নত হবে।’

Related Articles

আর্থিক দুরাবস্থায় ক্রিকেটাররা; ঘরোয়া ক্রিকেট চালুর দাবি

অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় লিগ

রংপুরকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন নাসির

পাল্টাপাল্টি জবাবে ড্রয়ের পথে ঢাকা-সিলেট

মুগ্ধর পেস তোপে জয়ের সুবাস পাচ্ছে রংপুর