Scores

শচীনকে ঘিরে স্টেইনের গুরুতর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে টুইটার

করোনা ভাইরাসের কারণে থমকে গেছে পুরো ক্রিকেট বিশ্ব। সকল ধরনের ক্রিকেট আপাতত বন্ধ। শুধু ক্রিকেট নয় সকল ধরনের খেলার আসরই বলতে গেলে এখন বন্ধ। আইসিসি তাদের বিভিন্ন বাছাইপর্বের খেলা আগামী জুলাই মাস পর্যন্ত বন্ধ রেখেছে। লম্বা সময় ক্রিকেট ভক্তদের জন্য থাকছেনা কোনো আন্তর্জাতিক ক্রিকেট। তবে ক্রিকেট না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট নিয়ে আলোচনার বিষয়ে অভাব হচ্ছেনা। ক্রিকেটাররা নানান ধরনের মন্তব্য করে আলোচনায় আনছেন অনেক আগে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে।

শুভেচ্ছায় সিক্ত শচীন

সম্প্রতি তেমনই একটি ঘটনার কথা উল্লেখ করে আলোচনার জন্ম দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন। ইংল্যান্ডে স্কাই স্পোর্টস ক্রিকেটের একটি পডকাস্টে জেমস অ্যান্ডারসনের সাথে আলোচনায় শচীনের সাথে একটি আলোচিত ঘটনার বিবর্ণ দেন স্টেইন।

Also Read - আগামী ৭ বছরে অনেক রেকর্ড ভাঙ্গবে লিটন-সৌম্য


ওয়ানডে ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরির মালিক ভারতের শচীন টেন্ডুলকার। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে এই রেকর্ড গড়েন তিনি। স্টেইন জানান নিরাপদে হোটেলে ফিরতে শচীনকে আউট দেননি আম্পায়ার ইয়ান গুল্ড।

স্টেইন জানান, “টেন্ডুলকার ওয়ানডে ক্রিকেটে সর্বপ্রথম ২০০ করে আমাদের বিপক্ষে , খেলাটি হয়েছিল গোয়ালিয়রে। আমার মনে আছে আমি হয়তো তাকে ১৯০ এর আশেপাশের কোন সময় লেগ-বিফোরের ফাঁদে ফেলেছিলাম। তবে সেখানে আম্পায়ার ছিলেন ইয়ান গুল্ড,  তিনি তাকে আউট দিতে অস্বীকৃতি জানান। আমার মনে হচ্ছিল কেন সে তাকে আউট দেয়নি? এটি পুরোপুরি আউট ছিল। আম্পায়ার জানান, পেছনে তাকিয়ে দেখ, যদি আমি তাকে আউট দেই  তাহলে আমি আজ হোটেলে ফিরে যেতে পারব না।”

তবে স্টেইনের এই ধরনের বক্তব্যর পর উত্তাল হয়ে উঠেছে টুইটার। ভারতীয় ভক্তরা প্রমাণসহ দেখিয়ে দিয়েছে সেই ম্যাচে টেন্ডুলকারকে করা স্টেইনের ৩১টি বলের কোনটিতেই লেগ-বিফোরের আবেদন করেননি। ১৯০ রানের পর স্টেইনের করা সব বলই ব্যাট দিয়েই খেলেছিলেন শচীন।

আলোচিত ঘটনা নিয়ে উল্লেখযোগ্য টুইটসমূহ-

স্টেইনের কাছ থেকে এই ধরনের উক্তিতে বেশ হতাশ হয়েছেন ভারতীয় ভক্তরা টুইট গুলো তারই প্রতিফলন। দেখার অপেক্ষা স্টেইন তার নিজের সাফাইয়ে এখন কি উত্তর দেন।

Related Articles

ভুল আম্পায়ারিংয়ে পাঞ্জাবের হার, টুইটারে নিন্দার ঝড়

আইপিএল শুরু হতেই নতুন বিতর্কে মাঞ্জরেকার, টুইটারে সমালোচনার ঝড়

চায়না মোবাইলের বিজ্ঞাপনে ধোনি, সমালোচনায় উত্তাল টুইটার

পতাকায় অ্যান্ডারসনের পা, টুইটারে নিন্দার ঝড়

অ্যান্ডারসনকে খাটো করে সমর্থকদের তোপের মুখে শোয়েব