Scores

শচীনের ২০০ টেস্টের রেকর্ড ভাঙবে না : শেবাগ

ক্রিকেট অনুসারীরা মনে করছেন যেভাবে ছুটছেন ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলি তাতে স্বদেশী কিংবদন্তী শচীন টেন্ডুলকারের রেকর্ডগুলো নিজের করে নিবেন তিনি। তবে ভাওরতের সাবেক ওপেনার ভিরেন্দর শেবাগ অবশ্য মনে করেন শচীন টেন্ডুলকারের একটি রেকর্ড কেউ ভাঙতে পারবে না। সেটি হলো ২০০ টেস্ট খেলার রেকর্ড।

ভারতের হয়ে ২০০ টেস্ট খেলে অবসর নেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয় বেশি রান ও শতকের মালিক শচীন টেন্ডুলকার। তবে অনেকেই মনে করছেন রান ও শতক- দুই হিসেবেই শচীনকে ছাড়িয়ে যাবেন বিরাট কোহলি। এখন পর্যন্ত সেই পথেই হাঁটছেন তিনি।

Also Read - ডি সিলভার প্রতিরোধের পর ছেড়ে কথা বলছেন না লাথামও


ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দিল্লীতে এক অনুষ্ঠানে শেবাগ বলেছেন, “আমার মনে হয় শচীনের যে রেকর্ডটা কেউ ভাঙতে পারবে না তা হলো ২০০ টেস্ট খেলা। আমার মনে হয় কেউ ২০০ টেস্টের বেশি খেলতে পারবে।”

কোচের পদে আগে আবেদন করলেও এবার কেন করেননি সেই প্রশ্নের জবাবও দিয়েছেন শেবাগ। তিনি বলেন, “২০১৭ সালে বিসিসিআই কর্মকর্তা প্রয়াত এমভি শ্রীধর আমাকে আবেদন করতে বলেছিলেন। এবার কেউ বলেনি, তাই করিনি।” যদিও নতুন কেউ নয়, রবি শাস্ত্রীকেই প্রধান কোচের পদে বহাল রেখেছে বিসিসিআই।

ভারতের নির্বাচক হিসেবে শেবাগের পছন্দ অনীল কুম্বলেকে। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও অনীল কুম্বলে- এ তিন সাবেক ক্রিকেটারের মাঝে অনীল কুম্বলেকে বেছে নেন শেবাগ। তিনি বলেন, “যখন কুম্বলে অধিনায়ক ছিল, সে আমার রুমে এসে বলেছিল ‘যাও, তুমি যেভাবেই খেল না কেন পরের দুই সিরিজে বাদ পড়বে না’। এরকম আত্মবিশ্বাস সে দিয়েছিল আমাকে। আমি মনে করি কুম্বলেই যথার্থ ব্যক্তি হবেন।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

ভারতে তাদের মোকাবেলায় ক্রিকইনফোর সেরা একাদশে মুশফিক

ইমরানের জন্য খোঁড়া গর্তে নিজেই পড়লেন শেওয়াগ!

শ্রীশান্তের বাড়িতে আগুন

‘অলআউট’ দলের কেউ নিতে পারেননি ১ রানও!

শিশুদের গ্লাভস-কেডস উপহার দিলেন তামিম