শচীন-লারাদের ক্লাবে প্রবেশ করলেন ধোনি
পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দশ হাজার রান পূর্ণ করেছেন ধোনি। ভারতের জার্সিতে এর আগে এই মাইলফলক স্পর্শ করেছেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি।
ভারতের হয়ে ওয়ানডেতে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন দেশটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গতকাল সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলে ওয়ানডেতে দশ হাজার রান পূর্ণ করেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার আগে তার রান ছিল ৩২৯ ম্যাচে ৯,৯৯৯ রান। ভারতের ইনিংসের পাঁচ নম্বরে ব্যাট হাতে দ্রুত ১ রান নিয়ে ওয়ানডেতে দেশের জার্সি গায়ে দশ হাজার রান পূর্ণ করেন ধোনি।
বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে ১০ হাজারের ক্লাবে ঢুকে পড়া ক্রিকেটারদের মধ্যে ধোনি আর বিরাট কোহলিই খেলা চালিয়ে যাচ্ছেন। এই দুজন ছাড়া এই তালিকায় রয়েছেন- শচীন টেন্ডুলকার, কুমার সঙ্গাকারা, রিকি পন্টিং, সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়বর্ধনে, ইনজামাম উল-হক, জ্যাক কালিস, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ব্রায়ান লারা ও তিলকরত্নে দিলশান।
Also Read - রবিবার মাঠে নামছে রংপুর-রাজশাহী ও চিটাগং-কুমিল্লাএছাড়া ৫০-এর কাছাকাছি গড় নিয়ে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ১২তম স্থানে চলে এসেছেন ধোনি। আর উইকেটরক্ষকদের তালিকায় লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পা রাখার কীর্তি গড়লেন তিনি।
.@davidwarner31 shares a light moment & poses for a picture with his local Bangladeshi fans after a BPL game. #PicOfTheDay #AthleteFanLove #BPL2019 pic.twitter.com/o3Yeuov3do
— bdcrictime.com (@BDCricTime) January 12, 2019
উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে গত জুলাইয়ে দশ হাজার রান পূর্ণ করেছিলেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। এশিয়া একাদশের হয়ে ওয়ানডেতে তিন ম্যাচে ১৭৪ রান রয়েছে তার। তাই এই ম্যাচ বাদে তার ওয়ানডে পরিসংখ্যান ৩৩২ ম্যাচে ১০১৭৩ রান। তবে ভারতের জার্সি গায়ে গতকালই এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
আরও পড়ুনঃ ওয়াকারের কাছ থেকে শিখছেন লোকালরা