Scores

শতভাগ ফিট না হলেও দেশের জন্য খেলতে প্রস্তুত ওয়ার্নার

শেষ দুই টেস্টের দলে ফিরেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এই ওপেনার স্কোয়াডে ফেরায় দলের ব্যাটিং শক্তি বেড়েছে অজিদের। তবে এখনো শতভাগ ফিট নন ওয়ার্নার, এমনটাই জানালেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে নামবেন তো ওয়ার্নার? ছবিঃ গেটি

প্রথম দুই টেস্টে ওয়ার্নার না থাকায় ওপেনিংয়ে বেশ ভুগতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তার অনুপস্থিতিতে ম্যাথু ওয়েড এবং জো বার্নস ওপেন করলেও উদ্বোধনী জুটিতে দলকে বড় স্কোর এনে দিতে পারেননি এই দুই ওপেনার। যে কারণে তৃতীয় এবং চতুর্থ টেস্টের জন্য ওয়ার্নারকে দলে ফিরিয়েছে অস্ট্রেলিয়া।

ওয়ানডে সিরিজ চলাকালীন কুঁচকিতে চোট পেয়েছিলেন ওয়ার্নার। দ্বিতীয় টেস্ট চলাকালীন নেটে অনুশীলনও করেন তিনি। নেটে অনুশীলন করায় ওয়ার্নারকে পুরোপুরি ফিট মনে হলেও অস্ট্রেলিয়ার সহকারী কোচ জানালেন ভিন্ন কথা। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি এই ওপেনার। তবে তৃতীয় যে খেলছেন ওয়ার্নার সে ব্যাপারে আশাবাদী তিনি।

Also Read - স্থগিত হলো ভারত-অস্ট্রেলিয়া সিরিজ


“এটা পরিস্কার যে, সে (ওয়ার্নার) শতভাগ ফিট নন। কয়েকদিন আগেই চোটটা পেয়েছে। আপনি তার জায়গায় না পৌঁছানো ছাড়া বুঝতে পারবেন না। দেখুন, সে যদি ৯০-৯৫ ভাগও ফিট থাকে ধরে নিতে হবে সে তার দেশের জন্য খেলতে প্রস্তুত রয়েছে এবং আমি নিশ্চিত কোচের সঙ্গে এই নিয়ে আলাপ হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “সে খুবই আশাবাদী যে সামনের ম্যাচে মাঠে নামতে পারবে। যেটা কি না আমাদের জন্য খুবই ভালো একটি সংবাদ। তাকে পেয়ে আমরাও দারুণ উচ্ছ্বাসিত। আমি নিশ্চিত সেও দলে ফিরতে পেরে উচ্ছ্বাসিত।”

উল্লেখ্য, চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি অস্ট্রেলিয়া জিতলেও সিরিজের দ্বিতীয় টেস্টে জিতে সমতায় ফিরেছে ভারত। সিরিজের তৃতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি, সিডনিতে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

দেশে ফিরতে সরকার থেকে সাহায্য পাচ্ছেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

ইঞ্জুরি নিয়ে খেলে নিজের ভুল বুঝতে পেরেছেন ওয়ার্নার

আর্থিক দুর্দশা কাটাতে গাঙ্গুলিকে পাশে চাচ্ছে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসির কাছে দক্ষিণ আফ্রিকার অভিযোগ

পরিবর্তন এলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচিতে