Scores

শত বছরের রেকর্ড ভাঙলেন অশ্বিন

বোলারদের জন্য টেস্টে প্রথম বলেই উইকেট পাওয়া কঠিন। স্পিনারদের জন্য তো আরও কঠিন, আর স্পিনারদের প্রথম ওভারে বল হাতে ক্রিজে নামতেও দেখা যায় কম। রবিচন্দ্রন অশ্বিন অবশ্য প্রথম বলেই উইকেট শিকার করে ভেঙেছেন শত বছরের এক রেকর্ড। 

বাংলাদেশের ‘সাহসী’ সিদ্ধান্তে অবাক অশ্বিন

স্বাগতিক ভারত ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার চলমান চেন্নাই টেস্টে বিশাল লিড নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের শুরুটা ভালো হয়নি। অশ্বিনের করা ইনিংসের প্রথম বলেই আউট হন রোরি বার্নস।

Also Read - 'ওপেনিং জায়গাটা আসলে পরীক্ষা-নিরীক্ষার জায়গা না'


ইনিংসের প্রথম বলেই স্পিনারের উইকেট শিকারের এই কীর্তি টেস্ট ক্রিকেট দেখেছে ১০০ বছরেরও বেশি সময় পর। সর্বশেষ এই কীর্তি দেখা গেছে ১৯০৭ সালে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার বার্ট ভোগলার গড়েছিলেন এই কীর্তি। ইতিহাসের প্রথম বোলার হিসেবে ইনিংসের প্রথম বলে স্পিন দিয়ে ব্যাটসম্যানকে শিকার করেছিলেন ইংল্যান্ডের ববি পিল, ১৮৮৮ সালে।

সময়ের পরিক্রমায় টেস্টের গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছেন পেসাররা। যেকোনো অধিনায়কই তাই নতুন বলে ভরসা করেন পেসারের উপর। ইংল্যান্ডের প্রথম ইনিংসেও ইনিংসের সূচনা করেছিলেন ভারতের পেসাররাই।

প্রথম ইনিংসে ৫৭৮ রান জড়ো করা ইংলিশরা ভারতকে গুটিয়ে দেয় ৩৩৭ রানে। বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে দলটির শুরু অবশ্য সন্তোষজনক নয়। এই প্রতিবেদন লেখার সময় ৬৪ রান জড়ো করতেই জো রুটের দল হারিয়েছে ৩ উইকেট। অবশ্য লিড হাঁটছে পাহাড়ের পথে। এই মুহূর্তে ৩০৫ রানের লিড আছে স্টোকস-বাটলারদের।

Related Articles

দলে ফিরতে পিসিবিকে ‘ব্ল্যাকমেইল’ করছেন আমির!

মালিককে নিয়ে বিস্ফোরক দাবি আফ্রিদির

বল টেম্পারিং কাণ্ডে আবারও প্রশ্নের মুখে অস্ট্রেলীয় ক্রিকেটাররা

আমার স্বপ্ন অনেক বড় : তাসকিন

আল জাজিরার প্রতিবেদনে দুর্নীতির প্রমাণ পায়নি আইসিসি