SCORE

সর্বশেষ

শনিবার আইপিএলে মাঠে নামছেন মুস্তাফিজ

শনিবার (৭ এপ্রিল) পর্দা উঠতে যাচ্ছে ভারতের জমজমাট ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এগারতম আসরের। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমানদের স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ২০১৭-১৮ মৌসুমের আইপিএলের আসর।

নিলামের প্রথম দিনে আইপিএলের দামী পনেরো ক্রিকেটার

এবারের আসরেও অংশ নিচ্ছে যথারীতি আটটি দল। দুটি দলে খেলছেন বাংলাদেশি ক্রিকেটার। টাইগারদের মধ্য থেকে এবারও যথারীতি দুজন ক্রিকেটার প্রতিনিধিত্ব করবেন আইপিএলে। সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছেড়ে মাঠে নামবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। মুস্তাফিজুর রহমান সেই সানরাইজার্স হায়দরাবাদের গুহা ছেড়ে এবার জায়গা নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের গুহায়। এই দুই ক্রিকেটারের অংশগ্রহণে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের কাছে আইপিএল পাচ্ছে বাড়তি গুরুত্ব।

Also Read - মুম্বাই ইন্ডিয়ান্স ও মুস্তাফিজের সেতু তবে মাহেলাই!

মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়েই মাঠে গড়াবে এবারের আসর, তাই নিজের তৃতীয় আসরের শুরুটা স্মরণীয় হয়েই থাকবে কাটার মাস্টার খ্যাত ক্রিকেটারের। সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৯ এপ্রিল। ঘরের মাঠে ঐদিন সাকিবের দল লড়বে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।

আইপিএলের ১১তম আসরে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন মোট ৮ জন বাংলাদেশি ক্রিকেটার- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু। সেখান থেকে নিলামে ডাক পান ৬ ক্রিকেটার। নিলামের তালিকা থেকে বাদ পড়েছিলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। শেষ পর্যন্ত কেবল সাকিব ও মুস্তাফিজই দল পান। সাকিবকে কিনে নেয় মুস্তাফিজের সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদ এবং মুস্তাফিজকে কিনে নেয় আইপিএলের অন্যতম সফল ও জনপ্রিয় দল মুম্বাই ইন্ডিয়ান্স।

চলতি বছরের জানুয়ারি মাসের শেষদিকে অনুষ্ঠিত হয় ২০১৮ সালের আইপিএলের আসরের নিলাম। নিলামে সাকিবকে দলে পেতে দুই দল আগ্রহ প্রকাশ করে- সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ১ কোটি রুপি ভিত্তি মূল্য থেকে নিলামে সাকিবের দাম উঠে ২ কোটি রুপি। শেষ পর্যন্ত সাকিবকে ২ কোটি রুপি মূল্যে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

অন্যদিকে নিলামে মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি। নিলামে ‘ফিজ’ নামে সমধিক পরিচিত এই ক্রিকেটারের দাম পৌঁছায় ২ কোটি ২০ লাখ রুপিতে।

আরও পড়ুনঃ এবার আইপিএল নিয়ে আফ্রিদির বেফাঁস মন্তব্য

Related Articles

ভারতছাড়া হচ্ছে আইপিএল!

বিগ ব্যাশকেও বিদায় বললেন জনসন

দুই বছর বিদেশি লিগে খেলবেন না মুস্তাফিজ

১০০ বলের ফরম্যাটের প্রস্তুতি শুরু করেছে ইংল্যান্ড

আইপিএল খেলে যাবেন ডি ভিলিয়ার্স